• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর খুকু-বিহানের প্রথম দোল, রঙের উৎসবেও বড়সড় ষড়যন্ত্র, ভাইরাল খুকুমণির নতুন প্রোমো

মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘খুকুমণি হোম ডেলিভারি’ (khukumoni Home delivery) সিরিয়াল। এই সিরিয়ালের মুখ্য চরিত্র খুকুমণির ভূমিকায় অভিনয় করছেন টেলি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। শুরু থেকেই খুকুমণি চরিত্রে তার ডায়লগ থেকে মারধোর করার স্টাইল সবটাই থেকেই নজর কেড়েছে সিরিয়াল প্রেমীদের।

ইতিমধ্যেই চূড়ান্ত নাটকীয়ভাবে বিয়ে হয়েছে খুকুমণির।এরপর সমস্ত বাধা বিপত্তি জয় করে রাজপুত্তুর বিহানের সাথেই ফিরে এসেছে দেব বাড়িতে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালে খুকু আর বিহানের বিয়ের পর প্রথম দোল খেলার নতুন প্রোমো ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে হাতে পিচকারি নিয়ে দোলের আনন্দ উৎসবে মেতে উঠেছে খুকু।

   

খুকুমণি হোম ডেলিভারি,Khukumoni Home Delivery,বিহান,Bihan,খুকু,Khuku,নতুন প্রোমো,New Promo,ভাইরাল ভিডিও,Viral Video,দোল উৎসব,Holi Festival

বিহানও আবির মেখে চুটিয়ে উপভোগ করছে এই রঙের উৎসব। অন্যদিকে উৎসবের আমেজে বাড়ি বসে বসেই মারাত্মক ষড়যন্ত্রের ছক কষছে বিহানের সৎ মা। চ্যানেল কর্তৃপক্ষের তরফে সম্প্রতি এই সিরিয়ালের একটি নতুন প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, খুকু বিহান যখন সবার সাথে দোল খেলায় মেতে উঠেছে তখন তাদের মেরে ফেলার ষড়যন্ত্র করে বিহানের সৎমা।

দেখা যায় সে ফোন করে চপ্পলকে সুপারি দেয় দোলের দিনেই খুকু বিহান কে খুন করে ফেলতে হবে। উল্লেখ্য এই চপ্পলের সাথেই কদিন আগে বিয়ের মন্ডপে বসেছিল খুকু। আর এবার সেই হোলির দিন মুখে টকটকে লাল রঙ মেখে ধারালো অস্ত্র নিয়ে খুন করতে যায় খুকু বিহানকে।

খুকুমণি হোম ডেলিভারি,Khukumoni Home Delivery,বিহান,Bihan,খুকু,Khuku,নতুন প্রোমো,New Promo,ভাইরাল ভিডিও,Viral Video,দোল উৎসব,Holi Festival
এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে চোখে পড়েছে ব্যাপক উচ্ছাস। এখন থেকেই খুকুমণির এই ধামাকাদাড় প্রোমো দেখে হুঁশ উড়েছে দর্শকদের। তবে এখন এটাই দেখার হোলির উৎসবের দিনেও এই নতুন ষড়যন্ত্রের জ্বাল ছিঁড়ে কীভাবে বেরিয়ে আসে খুকু আর বিহান।

 

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)