• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘লাভ বাইট দেখা যাচ্ছে’! নেটপাড়ায় কটাক্ষের শিকার খুকুমণি অভিনেত্রী দীপান্বিতা, রইল ভিডিও

Published on:

Khukumoni Home Delivery actress Dipanwita Rakshit trolled because of love bite

বাঙালি দর্শকদের প্রতিদিনের কাজে মধ্যে বাংলা সিরিয়াল দেখা কিন্তু মাস্ট। আর দর্শকদের কাছে বেশ জনপ্রিয় একটি সিরিয়াল হল ষ্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivery)। শুরু থেকেই ‘পেঁপে দিয়ে চেপে’ ডায়লগ সুপারহিট। সিরিয়ালে খুকুমণির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। সিরিয়ালে অভিনয়ের দৌলতে নেটপাড়ায় বেশ জনপ্রিয় হয়েছেন দীপান্বিতা।

সোশ্যাল মিডিয়াতে বেশ  সক্রিয় অভিনেত্রী। ইতিমধ্যেই লক্ষাধিক ফলোয়ার হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে। সেখানে প্রতিনিয়ত ছবি ভিডিও শেয়ার করে নেন তিনি। বিশেষত ইন্সটা রিল ভিডিও বেশ ভাইরাল হয়ে পরে নেটপাড়ায়। তবে সম্প্রতি রিল ভিডিও শেয়ার করে প্রশংসার পাশাপাশি ধেয়ে এল নেটিজেনদের কটাক্ষ। কিন্তু হটাৎ কেন কটাক্ষের শিকার অভিনেত্রী? এর কারণ ‘লাভ বাইট’ (Love Bite)!

Khukumoni Bihan

সম্প্রতি ‘মেরা দিল জিস দিল পে ফিদা হ্যায়’ গানে রিল ভিডিও শহরে করেছেন দীপান্বিতা। ভিডিওতে অফ হোয়াইট রঙের বুকখোলা পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আর বুকের কাছে একটা লাল রঙের দাগ দেখা যাচ্ছে। যা দেখে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, ওটা ‘লাভ বাইট’ কি না? এমনকি একজন তো কমেন্ট করে বসেছেন ভিডিওর কমেন্ট বক্সে। তিনি লিখেছেন, ‘লাভ বাইট দেখা যাচ্ছে দিদি’।

Khukumoni Home Delivery,Love Bite,Dipanwita Rakshit,খুকুমণি হোম ডেলিভারি,লাভ বাইট,দীপান্বিতা রক্ষিত

যদিও অভিনেত্রী এতে পাত্তা দেননি, তবে খুকুমণি ফ্যানেরা কিন্তু ঠিক অভিনেত্রীর সাপোর্টে হাজির হয়েছে। একজন জানিয়েছেন, ‘ওটা লাভ বাইট নয়, পিম্পেল’। তো যে যায় বলুক না কেন রিল ভিডিওর থেকে বুকের লাল দাগ বেশি নজর কেড়েছে নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Dipanwita Rakshit (@dipanwitarakshit)

প্রসঙ্গত, খুকুমণি সিরিয়ালে খুকুমণি আর বিহানের কাহিনী কিন্তু জমে উঠেছে। খাবার ডেলিভারি করতে গিয়েই রাজপুত্তুরের বাড়িতে প্রবেশ হয়েছিল খুকুমণির। এরপর বিহান তাকে সিঁদুর পরিয়ে দেয়। প্রথমে মানতে না চাইলেও শেষমেশ নিজেকে বিহানের বউ হিসাবেই মেনে নিয়েছে খুকুমণি। আর এখন তাঁর ইচ্ছা লড়াই করে বিহানকে তাঁর  যোগ্য মর্যাদা ফিরিয়ে দেবে সে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥