• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পেঁপে দিয়ে চেপে’ হুড়মুড়িয়ে বাড়বে TRP! খুকুমণির পর আবারও স্টার জলসায় ফিরছেন দীপান্বিতা

Published on:

Khukumoni Home Delivary fame Dipanwita Rakshit comeback at Star Jalsha

বছর বছর কত সিরিয়াল যায় আর আসে। কোনো সিরিয়ালের আয়ু হয় বেশ লম্বা আবার কিছু সিরিয়াল শেষ হয়ে যায় মাত্র কয়েক মাসেই। স্টার জলসার পর্দায় এমনই এক অল্প বয়সী অথচ দারুন জনপ্রিয় মেগা সিরিয়াল ছিল ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivary)। একের পর এক সিরিয়ালের টিআরপি তলানিতে ঠেকায় যখন একেবারে ডুবতে বসেছিল স্টার জলসা ঠিক তখনই এই চ্যানেলে উত্থান হয়েছিল খুকুমণি হোম ডেলিভারি-র মতো সিরিয়ালের।

সেসময় শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই সিরিয়াল জায়গা করে নিয়েছিল টিআরপি তালিকার টপ থ্রিতে। চ্যানেলের দুর্দিনে গোটা চ্যানেলকে একা হাতে টিআরপি পাইয়ে দিয়েছিল খুকু। অথচ একসময় চ্যানেল কর্তৃপক্ষের সাথে প্রযোজনা সংস্থার গন্ডগোলের জেরে মাত্র সাত মাসেই ধারাবাহিকের গল্প অসম্পূর্ণ রেখেই শেষ করে দেওয়া হয়েছিল এই সিরিয়াল। যার ফলে সমস্ত কলা কুশলীদের মতই মন খারাপ হয়ে গিয়েছিল এই সিরিয়ালের অগণিত ভক্তদের।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Khukumoni Home Delivary,খুকুমণি হোম ডেলিভারি,Dipanwita Rakshit,দীপান্বিতা রক্ষিত,Horogouri Pice Hotel,হরগৌরী পাইস হোটেল

তবে ধারাবাহিকের সম্প্রচার শেষ হয়ে গেলেও এই সিরিয়ালের নায়িকা খুকুমণির ‘পেঁপে দিয়ে চেপে’ সংলাপ আজও মুখে মুখে ঘোরে দর্শকদের। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার অভিনয়ের হাতেখড়ি হয়েছিল অভিনেত্রী দীপান্বিতার রক্ষীতের। প্রথম ধারাবাহিকেই তাঁর সাবলীল অভিনয় অল্পদিনে ছাপ ফেলে যায় দর্শকমহলে। এই ধারাবাহিকের তার বিপরীতে পাগলা বিহানের চরিত্রে অভিনয় করেছিলেন টেলি অভিনেতা রাহুল মজুমদার।

বর্তমানে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘হরগৌরি পাইস হোটেল’-এ। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম হয়েছে শংকর। অন্যদিকে খুকুমণি শেষ হওয়ার পর দীপান্বিতা এখনো পর্যন্ত নতুন কোন সিরিয়ালে কামরাক না করলেও কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স জুনিয়র-এর মঞ্চে ক্যাপ্টেন হিসেবে। তবে এবার শোনা যাচ্ছে স্টার জলসার একটি সিরিয়ালের এন্ট্রি  নিতে চলেছেন দীপান্বিতা।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Khukumoni Home Delivary,খুকুমণি হোম ডেলিভারি,Dipanwita Rakshit,দীপান্বিতা রক্ষিত,Horogouri Pice Hotel,হরগৌরী পাইস হোটেল

তাও আবার অভিনেত্রীর আগের হিরো রাহুল অর্থাৎ পর্দার শঙ্করের সিরিয়াল হরগৌরীপাইস হোটেলে। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন নানান প্রতিকূলতা পেরিয়ে অবশেষে বিয়ে হচ্ছে হানি বানির। সদ্য এই সিরিয়ালের বিশেষ চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় গায়িকা জোজো কে। তাছাড়া তাদের এই বিয়ের অনুষ্ঠানে বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী  রূপঙ্কর বাগচিকেও দেখা যাবে।

এবার জানা যাচ্ছে শঙ্করের এই বোনের বিয়ের অনুষ্ঠানে একটি নাচের পারফরম্যান্স করে দেখাবেন ছোট পর্দার খুকুমণি অভিনেত্রী দীপান্বিতা।  আর এভাবেই ফের একবার একসাথে স্ক্রীন শেয়ার করতে চলেছেন খুকুমণি হোম ডেলিভারির খুকু আর বিহান।  এই খবর পাওয়ার পর থেকে ভীষণ খুশি হয়েছেন এই পুরনো জুটির ভক্তরা। সদ্য ভাইরাল হয়েছে ওই বিশেষ পর্বের একটি ভিডিও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥