• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পঞ্চমীতে দারুন চমক! নাগিনদের ‘পেঁপে দিয়ে চেপে’ দিতে আসছে খুকুমণি দীপান্বিতা, রইল ভিডিও

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত দারুন জনপ্রিয় একটি মেগা সিরিয়াল ছিল ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivary)। যদিও গত বছরেই টিভির পর্দায় শেষ হয়েছে এই সিরিয়ালের সম্প্রচার। এই ধারাবাহিকে নায়িকা খুকুমনির চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে (Dipanwita Rakshit)। বিশেষ করে এই সিরিয়ালে খুকুর ‘পেঁপে দিয়ে চেপে’ সংলাপ আজও ভোলেননি দর্শক।

প্রসঙ্গত এই জনপ্রিয় সিরিয়ালের হাত ধরেই প্রথমবার অভিনয়ে হাতেখড়ি হয়েছিল দীপান্বিতার। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে নায়ক পাগলা বিহানের (Bihan) চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা রাহুল মজুমদারকে (Rahul Majumdar)। সেসময় এই  শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই সিরিয়াল জায়গা করে নিয়েছিল টিআরপি তালিকার টপ থ্রিতে। চ্যানেলের দুর্দিনে গোটা চ্যানেলকে একা হাতে সামলেছিল খুকু।

   

স্টার জলসা,Star Jalsha,খুকুমণি হোম ডেলিভারি,Khukumoni Home Delivary,দীপান্বিতা রক্ষিত,Dipanwita Rakshit,কামব্যাক,Comeback,নতুন সিরিয়াল,New Serial,পঞ্চমী,Panchomi,ক্যামিও রোল,Cameo Role

অথচ একসময় চ্যানেল কর্তৃপক্ষের সাথে প্রযোজনা সংস্থার গন্ডগোলের জেরে মাত্র সাত মাসেই ধারাবাহিকের গল্প অসম্পূর্ণ রেখেই শেষ করে দেওয়া হয়েছিল এই সিরিয়াল। যার ফলে সমস্ত কলা কুশলীদের মতই মন খারাপ হয়ে গিয়েছিল এই সিরিয়ালের অগণিত ভক্তদের। তাই সেই থেকেই খুকুমণি ভক্তরা অপেক্ষায় রয়েছেন  তাঁকে আবার টিভির পর্দায় দেখার জন্য।

(ভিডিওটি দেখার জন্য ওপরের লিংকে ক্লিক করুন।)

তবে এবার দর্শকদের বহুদিনের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে বাংলা সিরিয়ালে কামব্যাক করছেন অভিনেত্রী।তবে না নতুন কোনো সিরিয়াল নয়। আসলে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল পঞ্চমীতে কিঞ্জলের মেহেন্দিতে অতিথি হিসাবে নাচ করতে এসেছিলেন ছোট পর্দার খুকুমণি।

স্টার জলসা,Star Jalsha,খুকুমণি হোম ডেলিভারি,Khukumoni Home Delivary,দীপান্বিতা রক্ষিত,Dipanwita Rakshit,কামব্যাক,Comeback,নতুন সিরিয়াল,New Serial,পঞ্চমী,Panchomi,ক্যামিও রোল,Cameo Roleযদিও এই প্রথম নয় ইতিপূর্বে ‘হরগৌরি পাইস হোটেল’ সিরিয়ালেও শংকরের বোনের বিয়েতে এসেছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত খুকুমণি শেষ হওয়ার পর দীপান্বিতা এখনো পর্যন্ত নতুন কোন সিরিয়ালে কামব্যাক না করলেও কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স জুনিয়র-এর মঞ্চে ক্যাপ্টেন হিসেবে।

তবে এদিন মহাশিবরাত্রিতে পঞ্চমীর বিশেষ পর্বে বলিউডের ‘ঘাগড়া’ গানে কিঞ্জল আর খুকুমণিকে নাচতে দেখে এক নেটিজেন ট্রোল করে লিখেছেন ‘শিবরাত্রিতে ঘাগড়া গান বাজে নাকি?’

site