বাঙালিদের বিনোদনের মধ্যে সিরিয়ালের ভূমিকা রয়েছে যথেষ্ট। প্রতিদিন সমস্ত কাজ সেরে ঠিকই টিভির সামনে বসে পড়েন দর্শকেরা। নিজেদের পছন্দের সিরিয়াল (Serial) দেখার জন্য অপেক্ষায় থাকেন তাঁরা। এমনি একটি জনপ্রিয় সিরিয়াল হল ষ্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivery)। সিরিয়ালে খুকুমণির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। সিরিয়ালে অভিনয়ের দৌলতে বেশ জনপ্রিয় হয়েছেন দীপান্বিতা।
জনপ্রিয় টিভি তারকাদের চোখের সামনে দেখতে দারুণ উৎসাহী থাকে দর্শকেরা। আর শীতের সময় গ্রাম থেকে মফস্বল শহরে একাধিক ম্যাচ শো আয়োজন করা হয়। যেখানে এমন জনপ্রিয় তারকাদের অতিথি হিসাবে আনা হয়। এমনই একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খুকুমণি অভিনেত্রী দীপান্বিতা। তাকে দেখতে জমেছিল ব্যাপক ভিড়। কিন্তু প্রকাশ্য মঞ্চেই শেষমেশ ট্রোলড হতে হয় অভিনেত্রীকে!
ভিডিও দেখে বোঝা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের এক গ্রামের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দীপান্বিতা। সেই অনুষ্ঠানের ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। আরসেখানে দেখা যাচ্ছে মেদিনীপুরের ভাষা বলছেন অভিনেত্রী। পছন্দের তারকার মুখে নিজেদের আঞ্চলিক ভাষায় কথা শোনার জন্য বেশ উৎসাহী ছিল উপস্থিত দর্শকেরা। তবে শেষমেশ কথা শুনে খুশি না হয়ে রেগে গেল নেটিজেনরা।
মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ছিলেন হাস্যকৌতুক অভিনেতা শম্ভু মন্ডল। তিনি অভিনেত্রীকে পূর্ব মেদিনীপুরের ভাষায় কথা বলে শোনান ও সেগুলো বলার জন্য বলেন। দীপান্বিতাও সেগুলো শুনে কথা বলেন, আর সাথে জানান তিনিও গ্রামেরই মেয়ে। যদিও কলকাতাতেই তার বড় হয়ে ওঠা, তবে বাড়ি বাঁকুড়ার গ্রামে। এরপর মঞ্চে বাঁকুড়ার আঞ্চলিক ভাষায় কিছু কথা বলেছেন তিনি।
কিন্তু অভিনেত্রীর মুখে আঞ্চলিক ভাষা শোনার পর, একেবারেই মানায়নি মন্তব্য নেটিজেনদের। তাছাড়া পুব মেদিনীপুরের ভাষা যে তিনি জানেন না সেটা বোঝাই যাচ্ছে। তাই নেটিজেনদের একাংশের মতে, বাংলার আঞ্চলিক ভাষাকে অপমান না করাই ভালো বলে পরামর্শ দিয়েছেন। তবে অনেকেই অভিনেত্রীর প্রচেষ্টাকে বাহবা জানিয়েছেন। তাদের মতে, তিনি সেলেব্রিটি মানুষ, মানুষের বিনোদনের জন্য চেষ্টা করেছেন তিনি।