• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাগলা বিহান অতীত! এবার এই হ্যান্ডসাম হিরোর সাথে নতুন সিরিয়ালে ফিরছে খুকুমণি

বছর বছর কত সিরিয়াল যায় আর আসে। কোনো সিরিয়ালের আয়ু হয় বেশ লম্বা আবার কিছু সিরিয়াল শেষ হয়ে যায় মাত্র কয়েক মাসেই। এটাই এখনকার বাংলা সিরিয়ালের (Bengali Serial) নতুন ট্রেন্ড। স্টার জলসার (Star Jalsha) পর্দায় এমনই এক অল্প বয়সী অথচ দারুন জনপ্রিয় মেগা সিরিয়াল ছিল ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivary)।

সেসময় স্টার জলসার দুর্দিনে গোটা চ্যানেলকে একা হাতে টিআরপি পাইয়ে দিয়েছিল খুকু। অথচ একসময় চ্যানেল কর্তৃপক্ষের সাথে প্রযোজনা সংস্থার গন্ডগোলের জেরে মাত্র সাত মাসেই ধারাবাহিকের গল্প অসম্পূর্ণ রেখেই শেষ করে দেওয়া হয়েছিল এই সিরিয়াল। যার ফলে সমস্ত কলা কুশলীদের মতই মন খারাপ হয়ে গিয়েছিল এই সিরিয়ালের অগণিত ভক্তদের।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,প্রোমো শুটিং,Promo Shooting,খুকুমণি হোম ডেলিভারি,Khukumoni Home Delivary,খুকুমণি,Khukumoni,দীপান্বিতা রক্ষিত,Dipanwita Rakshit,খেলাঘর,Khelaghor,শান্টু,Santu,সৈয়দ আরফিন,Syed Arefin

তবে ধারাবাহিকের সম্প্রচার শেষ হয়ে গেলেও এই সিরিয়ালের নায়িকা খুকুমণির ‘পেঁপে দিয়ে চেপে’ সংলাপ আজও মুখে মুখে ঘোরে দর্শকদের। প্রসঙ্গত প্রথম ধারাবাহিকেই খুকুমণি চরিত্রে দীপান্বিতা রক্ষিতের সাবলীল অভিনয় ব্যাপক সাড়া  ফেলেছিল দর্শকমহলে। তবে এই ধারাবাহিক শেষ হওয়ার পর বহুদিন হয়ে গেল ছোট পর্দায় দেখা নেই পর্দার খুকুর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,প্রোমো শুটিং,Promo Shooting,খুকুমণি হোম ডেলিভারি,Khukumoni Home Delivary,খুকুমণি,Khukumoni,দীপান্বিতা রক্ষিত,Dipanwita Rakshit,খেলাঘর,Khelaghor,শান্টু,Santu,সৈয়দ আরফিন,Syed Arefin

যদিও সিরিয়াল শেষ হওয়ার পর তাঁকে দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স জুনিয়র-এর মঞ্চে ক্যাপ্টেন হিসেবে। তবে এবার শোনা যাচ্ছে স্টার জলসার পর্দায় একেবারে ব্র্যান্ড নিউ ধারাবাহিকের হাত ধরে নতুন রূপে ফিরছেন ছোটপর্দার খুকু।

Khukumoni Dipanwita New Serial with Syed Arefin

এখনও পর্যন্ত এই সিরিয়ালের নাম না জানা গেলেও টেলিপাড়া সূত্রে খবর ইতিমধ্যেই নাকি নতুন ধারাবাহিকের প্রোমো শুট হয়ে গিয়েছে। এবার তা টিভির পর্দায় দেখানোর অপেক্ষা। জানা যাচ্ছে পাগলা বিজ্ঞান অভিনেতা রাহুল মজুমদারের পর এই নতুন সিরিয়ালে দীপান্বিতা জুটি বাঁধতে চলেছেন তেলিপাড়ার আর এক জনপ্রিয় হ্যান্ডসাম হিরোর সাথে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,প্রোমো শুটিং,Promo Shooting,খুকুমণি হোম ডেলিভারি,Khukumoni Home Delivary,খুকুমণি,Khukumoni,দীপান্বিতা রক্ষিত,Dipanwita Rakshit,খেলাঘর,Khelaghor,শান্টু,Santu,সৈয়দ আরফিন,Syed Arefin

কথা হচ্ছে স্টার জলসার এক কালের জনপ্রিয় সিরিয়াল ‘খেলাঘর’এর  শান্টু ওরফে সৈয়দ আরফিনকে নিয়ে। জানা যাচ্ছে আগামী দিনে তিনিই নতুন সিরিয়ালে জুটি বাঁধতে চলেছেন খুকুমণি অভিনেত্রী দীপান্বিতার সাথে।  এরফলে বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকরাও তাঁদের হাত ধরেই পাবেন আরও এক নতুন জুটি। তাই আপাতত এই নতুন সিরিয়ালের প্রোমো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।