বিনোদনসিরিয়াল

‘পেঁপে দিয়ে চেপে’ খালি গলায় গান খুকুমণির! ‘কবিতা’ বলে কটাক্ষ নেটিজেনদের  

টিভির পর্দায় সম্প্রচার শেষ হয়ে গেলেও ‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়ালের নায়িকা খুকুমণির (Khukumoni) জনপ্রিয়  সংলাপ ‘পেঁপে দিয়ে চেপে… ’ আজও ভোলেননি দর্শক। স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়ালের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন রেখেছেন টেলি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit), তথা। দর্শকদের প্রিয় খুকু।

ভালো টিআরপি থাকা সত্ত্বেও অল্পদিনেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ ছিল দর্শকদের। তার বলা পেঁপে দিয়ে চেপে সংলাপ আজও মুখে মুখে ঘোরে দর্শকদের। সিরিয়াল শেষ হয়ে গেলেও কিছুদিন আগেই  দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়েছেন অভিনেত্রী। এবার তিনি ফিরছেন একেবারে নতুন রূপে। তবে কোন সিরিয়াল নয়  দীপান্বিতা ফিরেছেন স্টার জলসার আসন্ন নাচের রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ (Dance Dance Junior)-এর মেন্টর হিসাবে।

খুকুমণি,Khukumoni,দীপান্বিতা রক্ষিত,Dipanwita Rakshit,ডান্স ডান্স জুনিয়র,Dance Dance Junior,গান গাওয়া,Singing,ট্রোল,Troll,ভাইরাল ভিডিও,Viral Video

যদিও অভিনয় থেকে হঠাৎ করেই নাচের অনুষ্টানে  বিচারকের আসনে বসে পড়ায় পর্দার খুকুমণিকে নিয়ে কম বিতর্ক হয়নি। অনেকেই অভিনেত্রীর নাচের দক্ষতা নিয়ে প্রশ্নও তুলেছিলেন।  কিন্তু এতদিনে সকলেই নিশ্চই জেনে গিয়েছেন অভিনয়ের পাশাপাশি নাচেও দারুন পারদর্শী পর্দার খুকুমণি। প্রসঙ্গত একবার এক সাক্ষাৎকারেও দিপান্বীতা জানিয়েছিলেন অভিনয়ে আসার অনেক আগে থেকেই নাচই ছিল তাঁর জীবনের প্যাশন।

তবে পর্দার এই সর্বগুণসম্পন্না খুকুর মধ্যে কিন্তু নাচ আর অভিনয় ছাড়াও রয়েছে আরও একটি সুপ্ত প্রতিভা। আসলে সম্প্রতি নিজের অনুরাগীদের জন্য খালি গলায় একটি ধরেছিলেন অভিনেত্রী। যা তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। আসলে এদিন দীপান্বিতার শেয়ার করা ভিডিওটিতে দেখা গিয়েছে খালি গলায় জনপ্রিয় হিন্দি গান “কেহতে হ্যায় খুদা নে ইস জাহা মে সভি কে লিয়ে”।

খুকুমণি,Khukumoni,দীপান্বিতা রক্ষিত,Dipanwita Rakshit,ডান্স ডান্স জুনিয়র,Dance Dance Junior,গান গাওয়া,Singing,ট্রোল,Troll,ভাইরাল ভিডিও,Viral Video

কোনরকম বিরতি ছাড়াই এদিন গানটি এক নিঃশ্বাসে গেয়েছেন অভিনেত্রী। ভিডিওতে তার পাশেই দেখা দুই পোষ্য কুকুর এবং বিড়াল ছানাদের। কিন্তু ততক্ষনে ভিডিও ভাইরাল হতেই কমেন্ট সেকশনে উপচে পড়েছে নেটিজেনদের মন্তব্যের ঝড়। কেউ ভালোবাসায় ভরিয়েছেন তো কেউ কটাক্ষ করে লিখেছেন ‘সুন্দর লাগলো কবিতাটা’।

Back to top button