• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খুকুমণির পাগলা বিহান ফিরছে সুস্থ হয়ে! জুটি বাঁধছেন এই সুন্দরী নায়িকার সাথে 

ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেতা হলেন রাহুল মজুমদার (Rahul Majumdar)। কিছুদিন আগে স্টার জলসার পর্দায় শেষ হয়েছে তার সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivery)। এই সিরিয়ালে মানসিকভাবে অসুস্থ বিহানের (Bihan) চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল। চরিত্রটি পজিটিভ হলেও তা পর্দায় ফুটিয়ে তোলা ছিল বেশ চ্যালেঞ্জিং। আর সেটা খুব সুন্দরভাবে করেওছিলেন অভিনেতা।

যা দেখে অভিনেতার  প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দর্শকরাও। ভালো টিআরপি থাকা সত্বেও নতুন সিরিয়ালের কোপে পড়ে অকালেই শেষ হয়েছে খুকুমণি হোম ডেলিভারি সিরিয়াল। তিন মাস আগেই শেষ হয়েছে খুকুমণি হোম ডেলিভারি সিরিয়াল। এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও মাঝেমধ্যেই স্টার জলসার বিভিন্ন অনুষ্ঠানে আসতে দেখা গিয়েছে পর্দার খুকুমণি আর বিহান জুটিকে।

   

রাহুল মজুমদার,Rahul Majumdar,খুকুমণি হোম ডেলিভারি,Khukumoni Home Delivery,বিহান,Bihan,শুভস্মিতা মুখার্জী,Suvosmita Mukherjee

যা দেখে দর্শকদের আগেই মনে হয়েছিল সম্ভবত খুব তাড়াতাড়ি স্টার জলসার নতুন কোন প্রজেক্টে হাজির হবেন এই জুটি। খানিকটা হলেও সত্যি হয়েছে সেই জল্পনা। ছোট পর্দায় না ফিরলেও স্টার জলসায় নাচের রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়ার-এ মেন্টর হয়ে ফিরেছেন খুকুমণি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। অন্যদিকে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনা সংস্থা নিয়ে আসছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল তোমায় আমায় মিলে সিজন ২।

রাহুল মজুমদার,Rahul Majumdar,খুকুমণি হোম ডেলিভারি,Khukumoni Home Delivery,বিহান,Bihan,শুভস্মিতা মুখার্জী,Suvosmita Mukherjee

সেই সিরিয়ালে প্রধান চরিত্রে দেখা যেতে পারে বিহান অভিনেতা রাহুল মজুমদারকে। কিন্তু তোমায় আমায় মিলে সিজন টুতে নয়  যীশু এবং নীলাঞ্জনা  সেনগুপ্তের প্রযোজনা সংস্থার অধীনে নতুন সিরিয়ালে নায়কের চরিত্রে ফিরছেন পর্দার বিহান অভিনেতা রাহুল মজুমদার। তার বিপরীতে থাকছেন নতুন অভিনেত্রী, তার নাম শুভস্মিতা মুখার্জী (Suvosmita Mukherjee)।

রাহুল মজুমদার,Rahul Majumdar,খুকুমণি হোম ডেলিভারি,Khukumoni Home Delivery,বিহান,Bihan,শুভস্মিতা মুখার্জী,Suvosmita Mukherjee

এই সিরিয়ালের হাত ধরেই সম্ভবত ছোট পর্দার প্রথম বার পা রাখতে চলেছেন তিনি।  ইতিপূর্বে বেশ কয়েকটি শর্ট ফিল্মে দেখা গিয়েছে তাকে।  এছাড়া কুলের আচার সিনেমা এবং জনি বনি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে।  জানা যাচ্ছে ইতিমধ্যেই এই সিরিয়ালের প্রমো শুট শেষ হয়েছে।  খুব তাড়াতাড়ি টিভির পর্দায় আসতে চলেছে সেই প্রমো। এখনই নতুন সিরিয়াল সম্পর্কে মুখ খোলেননি, অভিনেতা রাহুল মজুমদার। তবে এই সিরিয়ালের হাত ধরে দর্শক যে আরো একটি নতুন জুটি পেটে চলেছেন তা এক প্রকার নিশ্চিত।

site