বাঙালির কাছে বেশ প্রিয় বলা যেতে পারে বাংলা সিরিয়াল (Bengali Serial)। টিভিতে নানা গল্পের নানান সিরিয়াল রয়েছে। তাঁর মধ্যে কিছু সিরিয়াল একেবারে নিয়ম করেই দেখতে বসেন দর্শকেরা। বাঙালি দর্শকদের এই প্রিয় সিরিয়ালের তালিকায় প্রথমদিকেই রয়েছে খড়কুটো (Khorkuto)। দুস্টু মিষ্টি একটা মেয়ে গুনগুন গিয়ে পড়েছে গোমড়ামুখো সৌজন্যের কাছে। কিভাবে মানিয়ে নেবে দুজন সেই নিয়েই গল্প।
প্রথমদিকে দুজনের মধ্যে একেবারেই বনিবনা না হলেও ধীরে ধীরে প্রেমের উদয় হচ্ছে দূজনেরই। বিয়ের পর বাড়িতে এসে থেকেই বাড়ির সকলের সাথে একেবারে মিশে গিয়েছে গুনগুন। নিজের পাগলামি আর মিষ্টি স্বভাব দিয়ে যৌথ পরিবারের সকলের প্রিয় সদস্য পরিণত হয়েছে গুনগুন। অবশ্য ধীরে ধীরে সৌজন্যের মনেও ভালোবাসার ফুল ফুটিয়েছে গুনগুন। গুনাগুনের পাগলামি দেখে এমনই অভ্যস্ত হয়ে পড়েছে সৌজন্য যে তাকে ছাড়া আর ভালো লাগে না।
দুজনের মনে ভালোবাসার উদয় হলেও মান অভিমান রয়েছে ষোলো আনা। কখনো একেঅপরকে ভালোবাসার কথা স্পষ্টই ইঙ্গিত দিচ্ছে দুজনে তো কখনো আবার খুনসুটি রাগ। এই নিয়েই চলছে কাহিনী, আর দর্শকরাও বেশ এনজয় করছে এমন একটা মিষ্টি প্রেমের গল্প। কিছুদিন আগেই দর্শকদের বহু কাঙ্খিত দৃশ্য দেখা গিয়েছে খড়কুটোর এপিসোড। গুনগুনকে নিজের মনের কথা ইঙ্গিতের শুরে হলেও বলেছে সৌজন্য। এটাই বোধয় ভালোবাসার ম্যাজিক! যেটা চাইলেও চেপে রাখা যায় না একটা সময় ঠিকই বেরিয়ে আসবে।
গুনাগুনের হাত কেটে যাওয়ায় তাকে বিছানায় বসিয়ে ওষুধ লাগিয়ে দিয়েছে সৌজন্য। এরপর গুনাগুনের মত একটা ইডিয়ট আর ছিটিয়ালকেই যে ভালোবেসে ফেলেছে সৌজন্য সেটা বলেই ফেলেছে। এই দৃশ্য সৌগুন প্রেমীদের মধ্যে যেন একটা স্বস্থির নিশ্বাস পড়েছে। সম্প্রতি আবারো একটি দুর্দান্ত মুহূর্তের সাক্ষী থাকল দর্শকেরা। এবার গুনগুনকে কোলে শুইয়ে অভিমানী সৌজন্য।
আসলে গুনগুন বাপের বাড়িতে গিয়েছে। আর সেখানে গিয়েই ফের শরীর খারাপ গুনগুনের। মাথা যন্ত্রনা করছে গুনগুনের, তাই সৌজন্য তাকে নিজের কোলে শুইয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গুনগুন চলে আসায় ভারী অভিমান হয়েছে সৌজন্যের। নিজের অভিমানের কথা গুনগুনের মাথায় হাত বোলাতে বোলাতে প্রকাশ করল সৌজন্য। বলল, ‘আমায় ছেড়ে গেলেই তোমার কিছু না কিছু একটা হয়’। তাহলে বুঝতেই পারছেন গুনগুনকে ছেড়ে আর যে একমুহূর্তও ভালো লাগছে না সৌজন্যের।
View this post on Instagram
সিরিয়ালের এই মিষ্টি অভিমানের দৃশ্যের ক্লিপটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তা বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। শেয়ার হবার কিছু সময়ের মধ্যেই দর্শকের সংখ্যা পেরিয়েছে হাজার। প্রিয় জুটির এমন মান অভিমানের পালা বেশ এনজয় করছে দর্শকেরা।