• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে নিয়ে নোংরামি করছে তিন্নি! সৌজন্যকে বদনামের চেষ্টা, আদালতে তার মুখে ঝামা ঘষে দিল মেজকা

Published on:

খড়কুটো,Khorkuto,সৌজন্য,Soujanya,গুনগুন,Gungun,তিন্নি,Tinni,মেজকা,Mejka

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি মেগা সিরিয়াল হল স্টার জলসার খড়কুটো (Khorkuto)। হাসি-মজায় ভরপুর মুখার্জি পরিবারের যৌথ পারিবারিক সম্পর্কের প্রেক্ষাপটে গুনগুন-সৌজন্যের (Gungun-Soujanyo) খুনসুটি নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল।

সিরিয়ালে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা (Trina Saha) এবং সৌজন্য চরিত্রে রয়েছেন কৌশিক রায় (Koushik Roy)। অনান্য সিরিয়ালের তুলনায় এই সিরিয়ালে নায়ক,নায়িকার সম্পর্কের সমীকরণটা একটু আলাদা। কারণ তারা দুজনেই একে অপরের বিপরীত। টিভির পর্দায় গুনগুন সৌজন্যর জুটি মানেই সুপারহিট। তাই অনুরাগীরা ভালোবেসে তাদের নাম দিয়েছেন সৌগুন।

খড়কুটো,Khorkuto,সৌজন্য,Soujanya,গুনগুন,Gungun,তিন্নি,Tinni,মেজকা,Mejka

কিছুদিন আগেই সিরিয়াল থেকে তিন্নি বিদায় নেওয়ায় বাড়ির সবাই একটু নিশ্চিন্ত হয়েছিল। কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী তো তিন্নি নয়। তাই এবার তিন্নির জ্বালায় আদালত অবধি যেতে হয়েছে সৌগুনকে। বাড়ির অশান্তি এখন পৌঁছেছে মহামান্য আদালতের দোরগোড়ায়।

খড়কুটো,Khorkuto,সৌজন্য,Soujanya,গুনগুন,Gungun,তিন্নি,Tinni,মেজকা,Mejka

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের একটি ফ্যান পেজের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে সকলের সামনে আদালতে দাড়িয়ে নিজের ছেলে সৌজন্যর নামে তিন্নির দেওয়া একের পর এক নোংরা অপবাদ শুনে মোক্ষম জবাব দেয় সৌজন্যর বাবা।

 

ভিডিওতে দেখা যাচ্ছে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সৌজন্যর বাবা মেজকা জানান বিজয়ার দিন তিন্নির মাথায় আ্যাক্সিডেন্টালি সিঁদুর পড়ে যাওয়ার পর থেকেই সিঁদুর পরে ঘুরছে সে। তার সাথে আগে কখনই সৌজন্যর বিয়ে হয়নি। আর সেদিক দিয়ে দেখলে তিন্নি তো নিজেই অপরাধী। কারণ বিবাহিত বৌ থাকতে সে সৌজন্য কে কীভাবে বিয়ে করতে পারে। এই ভিডিওতে সৌজন্যর বাবার মন্তব্য ব্যপক ভাইরাল হয়েছে।

 

 

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥