• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খড়কুটো সিরিয়ালে সৌজন্যর মুকুটে নয়া পালক! সেরা বিজ্ঞানীর সম্মান নিতে উড়ে যাবে সুইজারল্যান্ড

বাঙালির বিনোদনের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। আর সিরিয়াল প্রেমীদের কাছে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘খড়কুটো'(Khorkuto)। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। শ্বাশুড়ি -বৌমার কূটকচালি নয় এই সিরিয়ালের অন্যতম ইউএসপি হল যৌথ পারিবার।আজ আজকের দিনে বাঙালি বাড়িতে প্রায় বিলুপ্তির পথে।

তাই শুধুমাত্র সিরিয়ালের নায়ক নায়িকা গুনগুন-সৌজন্যের (Gungun-Soujanyo) খুনসুটি নয এছাড়াও এই সিরিয়ালে থাকা একাধিক পজিটিভ চরিত্রের হাসি-ঠাট্টাও দারুন উপভোগ করেন দর্শকরা। আর সেই কারণেই এই সিরিয়ালে দর্শকদের পছন্দের চরিত্র রয়েছে একাধিক । তাই সিরিয়ালে পছন্দের প্রিয় চরিত্রদের না দেখলে মনে খারাপ হয়ে যায় দর্শকদের।

   

খড়কুটো,Khorkuto,সৌজন্য,Soujanya,গুনগুন,GunGun,সুইজারল্যান্ড,Switzerland,সেরা বিজ্ঞানী,Best Scientist,অ্যাওয়ার্ড,Award

সিরিয়ালে নায়ক নায়িকা সৌগুন, চরিত্রের দিক থেকে সম্পূর্ণ ভাবে দুই ভিন্ন মেরুর। তাই আর পাঁচজন বিবাহিত দম্পতির মতোই তাঁদের মধ্যেও মান অভিমান আর ঝগড়াঝাটি থাকলেও তা কখনই তাদের ভালোবাসাকে ছাপিয়ে যেতে পারেনি। তাই শত ভুল বোঝাবুঝির পরেও একে অপরকে চোখে হারায় তারা। কিছু দিন আগেই নানা বাধা বিপত্তি পেরিয়ে ফের একবার এক হয়েছে সৌজন্য আর গুনগুন।

Khorkuto,Soujanya Gungun

তবে এখন আর নিজের বৌয়ের সাথে লুকিয়ে দেখা করতে হয় না সৌজন্যকে। এবছর মুখার্জী বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো হচ্ছে। আর সেই পুজোর আনন্দে সৌজন্য গুনগুন সহ মেতে উঠেছে গোটা পরিবার। ওদিকে পুজো উপলক্ষে সৌজন্যের বাড়িতে এসেছেন তাঁর সাহেব প্রফেসর। সাথে এসে হাজির হয়েছে তিন্নিও। আর এবার মুখার্জী বাড়ির পুজোর আনন্দকে দ্বিগুণ করে দিয়ে একটা দারুন সুখবর দিয়েছেন সৌজন্যর সাহেব প্রফেসর।

Khorkuto, Soujanya, Gungun

প্রথমে সৌজন্যর হাত ফুলের তোড়া তুলে দেয় তিন্নি। এরপর সৌজন্যের স্যার জানান এবছর সুইজারল্যান্ডের তরফ থেকে দেওয়া সেরা বিজ্ঞানীর অ্যাওয়ার্ড পাচ্ছে সৌজন্য। কথায় কথায় জানা যায় প্রতিবছর মোট ৬ জনকে এই সম্মান দেওয়া হয়। আর এবছর তাঁদের মধ্যেই রয়েছে সৌজন্যর নাম।সৌজন্য এতবড় সম্মান পাবে শুনে বাড়ির সকলের মতোই আনন্দে লাফিয়ে ওঠে গুনগুন।

site