সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই কাজ থেকে অবসর পেতেই প্রত্যেক বাড়ি, বাড়ি বসে যায় সিরিয়ালের আসর। সিরিয়াল মাত্রেই সিরিয়াল প্রেমীদের কাছে সারাদিনের ক্লান্তি দুর করতে স্ট্রেস বাস্টারের কাজ করে। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি মেগা সিরিয়াল হল স্টার জলসার খড়কুটো (Khorkuto)।
সিরিয়াল দেখে মনের ক্লান্তি দূর করতে চায় সকলে,তাই সেখানেও একঘেয়ে সাংসারিক কূটকচালি কেউ দেখতে চায় না। তাই কিছুদিন আগে যখন তিন্নি বনাম গুনগুনের একঘেয়ে অশান্তি, আর কূটকচালি দেখানো হত তখন একপ্রকার বিরক্ত হয়ে পড়েছিলেন দর্শকরা। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় সিরিয়ালে নিত্যনতুন টুইস্ট আনা হচ্ছে।
প্রসঙ্গত এই সিরিয়ালের নায়িকা গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা (Trina Saha) এবং সৌজন্য চরিত্রে রয়েছেন কৌশিক রায় (Koushik Roy)। তবে অনান্য সিরিয়াল গুলির তুলনায় এই সিরিয়ালে নায়ক-নায়িকার সম্পর্ক একটু আলাদা। কারণ নায়ক,নায়িকা দুজনেই একে অপরের বিপরীত। তাই তাদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া-ঝাটি, মন কষাকষি হলেও মিল হয়ে যায় পরক্ষণেই।
আপাতত ফের একবার খুশির হাওয়া সৌগুনের পরিবারে। সম্প্রতি সিরিয়ালের ফ্যান পেজের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শীতকাল পঢ়তেই পাড়ার মা কাকিমাদের পাশাপাশি বাড়ির সকল সদস্যদের নিয়ে মজার মজার খেলার আয়োজন করেছে গুনগুন।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের ফ্যান পেজের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সৌগুন সহ বাড়ির অনান্য সদস্যরা মিউজক্যাল চেয়ার খেলছে। সেখানে মেজকা মানে সৌজন্যর বাবা ভজ গৌরঙ্গ গান করছে। আর সেসময় খেলায় রয়েছে সৌজন্য, গুনগুন, রূপাঞ্জন, এবং ঋজু। গান থেমে যাওয়ার পর ঋজু আর রূপাঞ্জনের একে অপরের বসে পড়ার কান্ড দেখে হেসে গড়াচ্ছে নেটিজেনরা।