• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালে শালি বাস্তবে ‘পুরি ঘরয়ালি’ খুল্লাম খুল্লা প্রেম করছেন ‘খড়কুটো’র অর্জুন-চিনি 

Updated on:

সায়ন্ত মোদক,Sayanta Modak,প্রিয়াঙ্কা মিত্র,Priyanka Mitra,খড়কুটো,Khorkuto

বিনোদন জগতে প্রেম হোক বা বিচ্ছেদ সবটাই অত্যন্ত স্বাভাবিক বিষয়।টলিপাড়ায় যখন একের পর এক বিচ্ছেদের গুঞ্জনে জেরবার সেই সময় নতুন করে সম্পর্কে জড়ানোর খবর মিলেছে দুই জনপ্রিয় টেলি অভিনেতা অভিনেত্রীর। একসাথে সিরিয়াল করতে গিয়েই কখন একে অপরের প্রেমে পড়ে গিয়েছেন এই তারকা জুটি তা তারা বুঝতে পারেননি নিজেরাও।

কথা হচ্ছে খড়কুটো (Khorkuto)সিরিয়ালের অর্জুন অভিনেতা সায়ন্ত মোদক (Sayanta Modak) এবং চিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra) বিষয়ে। শোনা আছে একে অপরের সাথে ইদানিং চুটিয়ে প্রেম করছেন এই জুটি। সিরিয়ালের সেট থেকেই আলাপ হয়েছিল তাদের। সেইথেকে বন্ধুত্ব এবং বাকিটা ক্রমশ প্রকাশ্য। প্রসঙ্গত সায়ন্ত কে দেখা যাচ্ছে অর্জুনের চরিত্রে। আসলে সে হচ্ছে সাজির হবু বর।

সায়ন্ত মোদক,Sayanta Modak,প্রিয়াঙ্কা মিত্র,Priyanka Mitra,খড়কুটো,Khorkuto

আর চিনি হচ্ছে সাজির খুড়তুতো দিদি। তাই সে দিক দিয়ে দেখতে গেলে সিরিয়ালে তারা সম্পর্কে বোনাই আর শালী। তবে বাস্তবে তাদের সম্পর্কে রসায়নটা কিন্তু একেবারেই আলাদা। কথায় আছে ‘ শালী আধি ঘরওয়ালি’ কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে  সিরিয়ালের শালীই বাস্তবে হতে চলেছে আধি নয় পুরি ঘরওয়ালি। আর ইদানিং তাদের মাঝেমধ্যেই শহরের রাস্তায় বাইকে করে ঘুরে বেড়ানো কিংবা খুল্লাম খুল্লা প্রেম করতে দেখা যাচ্ছে।


সেইসাথে রয়েছে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ ক্যাপশন লিখে ঘনিষ্ঠ ছবি দেওয়া। সম্প্রতি তেমনই সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার সাথে একটি ঘনিষ্ঠ ছবি দিয়ে সায়ন্ত লিখেছিলেন ‘কখনো কখনো আমি শুধু তোমার কথা ভাবি। জুন মাসের গভীর রাতে গরম তাপপ্রবাহ আমাকে ভুল পথে নিয়ে যায়। এর থেকে বেশি খুশি তোমাকে এখন খুশি করতে পারব না’।

সায়ন্ত মোদক,Sayanta Modak,প্রিয়াঙ্কা মিত্র,Priyanka Mitra,খড়কুটো,Khorkuto

প্রসঙ্গত কিছুদিন আগেই সায়ন্তর সাথে ব্রেক আপ হয়েছে জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমার।  সে কথা নিজেরাই জানিয়েছিলেন তারা। তবে জীবন কারোরই থেমে থাকে না। তাদের নেই। ব্রেকআপের পর নতুন করে আবার প্রেমে পড়েছেন অভিনেতা।  তবে এ বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে জানাননি সায়ন্ত কিংবা প্রিয়াঙ্কা দুজনেই।

সায়ন্ত মোদক,Sayanta Modak,প্রিয়াঙ্কা মিত্র,Priyanka Mitra,খড়কুটো,Khorkuto

সায়ন্তের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সংবাদমাধ্যমে জল্পনা উসকে দিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন সময় হলেই সবটা জানা যাবে।তাই ,অনুরাগীদের ধারণা হয়তো প্রিয়াঙ্কা এবং সায়ন্ত নিজেরাই চাইছেন অনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা জানাবেন।প্রসঙ্গত একদিকে যেমন সায়ন্তর সাথে প্রিয়াঙ্কার নতুন সম্পর্কের গুঞ্জন এর খবর শোনা যাচ্ছে তেমনি অন্যদিকে দেবচন্দ্রিমার সাথে তার সহ অভিনেতা রিজওয়ান রাব্বানী শেখের সম্পর্কের খবর পাওয়া যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥