• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুল ফ্যামিলি ধাপ্পাবাজ! বিয়ের আগেই ফাঁস হবু জামাইয়ের সত্যি, মাথায় হাত সৌগুন পরিবারের

Published on:

Khorkuto,খড়কুটো,Gungun,গুনগুন,Soujanya,সৌজন্য,Sanjhi,সাঁজি,Sroth,স্রোত

অবসর সময়ে বাঙালির বিনোদনের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। তাই অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কম বেশি সকলেই। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘খড়কুটো’ (Khorkuto)। বেশ কিছুদিন ধরে চলতে থাকা সিরিয়ালের একঘেয়ে ট্রাকে সম্প্রতি এসেছে বিরাট পরিবর্তন। পটকার মেয়ে সাঁজির বিয়ে লেগেছে সৌগুন পরিবারে।

তাই সিরিয়ালের মুখার্জী বাড়িতে এখন তৈরি হয়েছে বিয়ের আমেজ। বাড়ির আদরের মেয়ের বিয়েতে মেতে উঠেছে গোটা পরিবার। এই সিরিয়ালের মাধ্যমে বাঙালির যৌথ পারিবারিক সম্পর্কের ঐতিহ্য কে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাই এই সিরিয়ালের অন্যতম ইউএসপি হল পারিবারের সকল সদস্যদের মিলেমিশে একসাথে থাকার গল্প।

Khorkuto,খড়কুটো,Gungun,গুনগুন,Soujanya,সৌজন্য,Sanjhi,সাঁজি,Sroth,স্রোত
এই সিরিয়ালের প্রিয় জুটি হিসাবে সবার মুখে মুখে গুনগুন (Gungun) সৌজন্যর (Soujanya) নাম ঘুরলেও দর্শকদের পছন্দের একাধিক চরিত্র রয়েছে মুখার্জী বাড়িতে। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে স্রোতের সাথে সাঁজির বিয়ের ঠিক হয়ে গেলেও পটকার মন কিছুতেই মানছে না। তবে শুধু পটকাই নন সেইসাথে বাড়ির আরও অনেকেরই মত নেই এই বিয়েতে।

Khorkuto,খড়কুটো,Gungun,গুনগুন,Soujanya,সৌজন্য,Sanjhi,সাঁজি,Sroth,স্রোত
স্রোতের বাড়ির লোকজন যে একেবারেই সুবিধার নয়, সেকথা মনে হয় সাঁজির দাদা সৌজন্যরও। আর তাদের সন্দেহ যে মোটেই ভুল নয় তা ইতিমধ্যেই জেনেছেন দর্শক। সিরিয়ালে দেখা গেছে সাঁজির হবু শ্বশুরবাড়ির লোকজন সবাই একেবারে মিথ্যাবাদী। ছেলে স্রোতের চাকরি থেকে বাড়ি সবই ভুয়ো। এমনই একাধিক সত্যি সামনে এসেছে।

Khorkuto,খড়কুটো,Gungun,গুনগুন,Soujanya,সৌজন্য,Sanjhi,সাঁজি,Sroth,স্রোত

কিন্তু সত্যিটা এখনও জানে না সাঁজির বাড়ির লোক। অন্যদিকে সাঁজিও ঠিক করে ফেলেছে যাই হয়ে যাক ওই ছেলেকেই সে বিয়ে করবে। রাত পোহালেই বিয়ে, এরই মধ্যে সাঁজির মুখে স্রোতের সাথে তার পরিচয়ের আসল কাহিনী শুনে চোখ কপালে উঠেছে সৌগুন পরিবারের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥