• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌগুন পরিবারে সাঁজির বিয়ে! সাত সকালে শুরু হুল্লোড়, একাই কাঁপাচ্ছে পুটুপিসি, দেখুন ভিডিও

বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অবসর যাপনের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। তাই অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কম বেশি সকলেই। আর ইদানীং দর্শকদের মধ্যে চাহিদা বেড়ে চলেছে সিরিয়ালের। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘খড়কুটো’ (Khorkuto)।

কিছুদিন আগেই সিরিয়ালের একঘেয়ে ট্রাকে এসেছে দারুন চমক। পটকার মেয়ে সাঁজির বিয়ে লেগেছে সৌগুন পরিবারে। তাই এই বিয়ের আমেজে মুখার্জী বাড়িতে এখন বইছে খুশীর হাওয়া। বাড়ির আদরের ছোটো মেয়ের বিয়েতে মেতে উঠেছে গোটা পরিবার। সৌগুন পারিবারের সকল সদস্যদের একসাথে মিলেমিশে থাকার এই গল্পই আর পাঁচটা সিরিয়াল থেকে আলাদা করে তুলেছে এই সিরিয়ালকে।

   

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,স্রোত,Sroth,সাঁজি,Sanjhi,বিয়ে,Marriage,রূপাঞ্জন,Rupanjan,চিনি,Chini
এই সিরিয়ালের প্রিয় জুটি হিসাবে সবার মুখে মুখে গুনগুন (Gungun) সৌজন্যর (Soujanya) নাম ঘুরলেও দর্শকদের পছন্দের একাধিক চরিত্র রয়েছে মুখার্জী বাড়িতে। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে স্রোতের সাথে সাঁজির বিয়ের ঠিক হয়ে গেছে। ইতিমধ্যেই সিরিয়ালে দেখানো হয়েছে সাঁজির বিয়ের দিন সকালে সবাই তত্ত্ব নিয়ে পৌঁছে স্রোতের বাড়িতে।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,স্রোত,Sroth,সাঁজি,Sanjhi,বিয়ে,Marriage,রূপাঞ্জন,Rupanjan,চিনি,Chini

তবে শুরু থেকেই মেয়ের বিয়েতে কিছুতেই সায় দিচ্ছে পটকার মন। তবে শুধু পটকাই নন সেইসাথে বাড়ির আরও অনেকেরই মত নেই এই বিয়েতে। স্রোতের বাড়ির লোকজন যে একেবারেই সুবিধার নয়, সেকথা মনে হয় সাঁজির দাদা সৌজন্যরও। আর তাদের সন্দেহ যে মোটেই ভুল নয় তা ইতিমধ্যেই জেনেছেন দর্শক। সিরিয়ালে দেখা গেছে সাঁজির হবু শ্বশুরবাড়ির লোকজন সবাই একেবারে মিথ্যাবাদী।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,স্রোত,Sroth,সাঁজি,Sanjhi,বিয়ে,Marriage,রূপাঞ্জন,Rupanjan,চিনি,Chini
কিন্তু সত্যিটা এখনও জানে না সাঁজির বাড়ির লোক। অন্যদিকে সাঁজিও ঠিক করে ফেলেছে যাই হয়ে যাক ওই ছেলেকেই সে বিয়ে করবে। তাই বিয়ের দিন সকাল সকাল বাড়িতে চলে এসেছে পুটুস পিসি। এসেছেন সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরাও। এরইমধ্যে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে এসে রূপাঞ্জন জানায় তার বৌ গায়ে জল ঢেলে তার কাঁচা ঘুমটা ভেঙে দিয়েছে। বিয়ে বাড়িতে এমনই সব হাসি ঠাট্টায় মেতে উঠতে দেখা যায় সকলকে।