বাঙালির অবসর সময়ে বিনোদনের অঙ্গ হিসাবে সিরিয়ালের জুড়ি মেলা ভার। তাই সারাদিন ক্লান্তি শেষে অবসর মিলতেই চায়ের সাথে তেলে ভাজার মতোই টিভির পর্দায় হাজির হয় একের পর পছন্দের সিরিয়াল। তাই কর্মব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে এই বিনোদনমূলক সিরিয়ালগুলি।তাই প্রতিদিন পছন্দের সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের।
সিরিয়াল প্রেমীদের কাছে দারুন পছন্দের এমনই একটি সিরিয়াল হল খড়কুটো। এই সিরিয়ালে সৌগুন জুটি ছাড়াও বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সিরিয়ালের সাঁজি আর স্রোতের চরিত্র। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে ঠক, যোচ্চর স্রোতের সাথে নিজের জেদের বশে বিয়ে করে একেবারে ফেঁসে গিয়েছে সাঁজি।বিয়ের পর থেকেই আস্তে বরের আসল মুখোশটা খুলতে শুরু করে সাঁজির সামনে।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে স্রোতের চাকরি থেকে শুরু করে ব্যবসা,বাড়ি সবটাই ভুয়ো। এমনকি স্রোতের মা বাবা সহ গোটা ফ্যামিলিটাই আস্ত ফ্রড। গুনগুন কে ভুলিয়ে ভালিয়ে আগেই ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এরপর এই সিরিয়ালে দেখা গিয়েছে টাকার লোভেই নির্লজ্জের মতো রাতের অন্ধকারে নিজের বৌকেই অন্যের হাতে তুলে দিয়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ফুর্তি করছে স্রোত।
এখানেই শেষ নয় মেয়েদের উন্নয়নের সমাজসেবা মূলক কাজের নামে আদতে মেয়ে পাচার করে সে। শুধু তাই নয় সাঁজিকে নিষিদ্ধ পল্লী তে পাচার করে দিয়ে পরের দিন সকালে পুরো পরিবার মিলে উল্টে সাঁজির নামে নেশাখোর এবং চরিত্রহীনের মতো অপবাদ দেয়। এরপরই গুনগুন সবাইকে নিয়ে থানায় চলে যায়।
এরপর দেখা যায় রাতারাতি বাড়ি বদল করে অন্য জায়গায় গিয়ে ওঠে স্রোতের গোটা পরিবার। তাই তাদের বাড়িতে না পেয়ে পুলিশ নিয়ে সোজা স্রোতের ডুয়ো অফিসে চলে যায় গুনগুন। সেখানে তাদের হাতে নাতে টাকার ব্যাগসহ ধরে ফেলে পুলিশ। এরপর থানায় নিয়ে গিয়ে শুরু করে বেদম মার। পুলিশের ঘায়ে জব্দ স্রোত শেষমেশ সত্যি বলতে বাধ্য হয়, সোশ্যাল মিডিয়ায় একটি ফ্যান পেজের তরফে এই ভিডিও শেয়ার করা হয়েছে।
View this post on Instagram