বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল। তাই সিরিয়ালের পোকা দর্শকদের কাছে অবসর যাপনের অন্যতম অঙ্গ হল মেগা সিরিয়াল। তাই এককথায় দর্শকদের মন খারাপের ওষুধ হল এই সিরিয়াল। আর তাই ওই সময়টায় টিভির পর্দায় একমনে পছন্দের চরিত্র দের দেখতে ব্যস্ত থাকেন সকলে। দর্শক মহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘খড়কুটো’(Khorkuto)।
মুখার্জী বাড়ির যৌথ পারিবারিক সম্পর্কের প্রেক্ষাপটে গুনগুন সৌজন্যের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল। এই খড়কুটো সিরিয়ালে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা (Trina Saha) এবং সৌজন্যর চরিত্রে রয়েছেন কৌশিক রায় (Koushik Roy)। অনুরাগীরা ভালোবেসে তাদের নাম দিয়েছেন সৌগুন। দর্শকদের কাছে এক কথায় সুপারহিট এই সৌগুন জুটি।
সিরিয়ালের বর্তমান প্লট অনুযায়ী দেখা যাচ্ছে গুনগুন সৌজন্যের সুখের সংসারে ঝামেলা পাকাতে ফের এসে হাজির হয়েছে তিন্নি। আর তিন্নি আসতেই গুনগুন সৌজন্যর সংসারে লেগেছে আগুন। সৌজন্যকে পাওয়ার আশায় গুনগুনের ক্ষতি করতছ উঠে পড়ে লেগেছে সে। তাই তার মাথার মধ্যে সারাক্ষণ খালি বদবুদ্ধিই ঘোরাফেরা করতে থাকে। উল্লেখ্য এই তিন্নির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়।
প্রসঙ্গত গুনগুন অন্ত প্রাণ সৌজন্যর। নিজের বৌকে চোখে হারায় সে। আর এতেই রাগে জ্বলে মরে তিন্নি।তাই গুনগুনের সাথেই যত শত্রুতা তার। তাই বিয়ের পরেও রেহাই নেই সৌজন্যর। বরং সৌজন্য যত তাকে এড়িয়ে যেতে চাইছে,সৌজন্যর প্রতি তিন্নির অবসেশন তত বেশি করে বাড়ছে। ইতিমধ্যেই তিন্নির চেষ্টায় ভাঙন ধরেছে সৌগুনের সংসারে, শুরু হয়েছে নতুন অশান্তি।
View this post on Instagram
এসবের মধ্যেই দেখা গেছে গুনগুন সহ বাড়ির সবাই সৌজন্যকে ভুল বোঝায় মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে গিয়েছে সে। ইতিমধ্যেই সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট। অসুস্থ সৌজন্য ভর্তি হাসপাতালে। খবর পেয়ে তার কাছে ছুটে এসেছে গুনগুন। কিন্তু এখনও তাদের মধ্যে চলছে মান অভিমানের পালা। তাই বাবিনকে যখন গুনগুন বাড়ি ফিরে যাওয়ার কথা বলে, তখন বাবিন গুনগুনের মুখের ওপর না করে দিয়ে জানায় জেদ করার অধিকার তার একার নেই।