বাংলা সিরিয়ালের মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল খড়কুটো (Khorkuto)। ষ্টার জলসার এই সিরিয়াল বাঙালি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সিরিয়ালের গুনাগুনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha)। আর সৌজন্যের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কৌশিক রায় (Koushik Roy)। সিরিয়ালে গোমড়ামুখো সৌজন্যের সাথে বিয়ে হয়েছে গুনগুনের।
সিরিয়ালে গুনগুনের বিয়ে থেকে শুরু করে ফুলশয্যার পর্যন্ত একেরপর এক মজাদার কান্ড ঘটেছে। যা দর্শকরা দারুন উপভোগ করেছেন। শশুড়বাড়ির সকলের সাথেই দারুন ভাবে মিশে গিয়েছে ছটফটে মিশুকে মেয়ে গুনগুন। কিন্তু সৌজন্যের সাথে তার ম্যান অভিমানের পালা যেন শেষ হবার নয়! সম্পর্কের শুরু থেকেই দুজনের মানসিকতা যেন একেঅপরের উল্টোপথে হাঁটা দেয়।
তবে আর নয়, এবার এই পাগল মেয়েটাকে নিয়েই অভ্যস্ত হয়ে পড়েছেন সৌজন্য বাবু! গুনগুনের জন্য মন গলতে শুরু করেছে সৌজন্যের। গুনগুনের প্রতি সৌজন্যের হৃদয়ে প্রেমের আগুন ধিকি ধিকি করে হলেও জ্বলতে শুরু করেছে। তাই তো গুনগুন বাপের বাড়ি চলে যাবে বললে সৌজন্য বলেছে, ‘ কোথায় যাবে তুমি? এই ঝুগড়ুটে মেয়েটাকে ছাড়া আমি কি থাকতে পারবো! মনে হয় পারবো না’। এর থেকেই বোঝা যায় দূরত্ব কমছে গুনগুন আর সৌজন্যের মনের মধ্যে।
সিরিয়ালের ছবি থেকে ভিডিও অনেক কিছুই ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি সিরিয়ালের একটি দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে সৌজন্য ও গুনগুনের রাত্রে সবার একটি দৃশ্য দেখা যাচ্ছে। গুনগুন আবার টেডি ছাড়া ঘুমাতে পারে না! টেডি বা কারোর হাত জড়িয়ে না নিলে তার ঘুমই আসে না। ভিডিওতে দেখা যাচ্ছে সৌজন্য নিজের হাতটা বাড়িয়ে দিচ্ছে গুনাগুনের দিকে। আর সৌজন্যের হাত ধরেই ঘুমিয়ে পড়ল গুনগুন।
View this post on Instagram