বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল। তাই সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। সারাদিনের খাটাখাটনি শেষে পছন্দের টিভি সিরিয়ালে প্রিয় চরিত্রদের দেখে নিমেষে মন ভালো হয়ে যায় দর্শকদের। আর এই কারণেই সিরিয়াল পাগল মাত্রেই মন ভালো করার অন্যতম রসদ হল সিরিয়াল।দর্শক মহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘খড়কুটো’(Khorkuto)।
খড়কুটো সিরিয়ালে বাড়ির লক্ষ্মী অর্থাৎ নায়িকা গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা (Trina Saha) অন্যদিকে নায়ক সৌজন্যর চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায় (Koushik Roy)। তবে সিরিয়ালে গুনগুন সৌগুন ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন আরও একাধিক চরিত্র। মুখার্জী বাড়ির যৌথ পারিবারিক সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি এই সিরিয়ালের অন্যতম ইউএসপি হল পারিবারের সকল সদস্যদের মিলেমিশে একসাথে থাকার গল্প।
তাই প্রিয় চরিত্রদের টিভির পর্দায় না দেখা পর্যন্ত দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। আর দর্শকদের কাছে সৌজন্য গুনগুন মানেই সুপারহিট জুটি। তাই দর্শকরা ভালোবেসে তাদের নাম দিয়েছেন সৌগুন। আসলে পর্দায় তার দুজনেই বিপরীত চরিত্রের মানুষ হয়েও একে অপরকে চোখে হারায় সৌগুন। আর তাদের এই সম্পর্কের রসায়ন চুটিয়ে উপভোগ করেন দর্শকরা।
ইতিমধ্যেই এই সিরিয়ালে দেখা গেছে তিন্নির ষড়যন্ত্রে ফের একবার ভাঙতে বসেছিল সৌগুনের সংসার। তবে নানান ঝামেলা ঝঞ্ঝাট শেষে ইতিমধ্যেই বিদায় নিয়েছে তিন্নি। আর তার পরেই নানান ঝড় ঝাপ্টা সামলে ফের একবার এক হয়েছে গুনগুন সৌজন্য সহ গোটা পরিবার। তিন্নির বিদায় হতেই গুনগুন সৌজন্যর জীবনে এসেছে খুশীর আমেজ। সেই আনন্দেই পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে।
View this post on Instagram
আর অনেকদিন পর সবাই মিলে ঘুরতে যাওয়ায় সকলে দারুন খুশী। তাই আপাতত গোটা বাড়ি সকল সদস্যই প্যাকিংয়ের কাজে ব্যস্ত। আর সবাইকে খুশি দেখে মনে মনে এক আলাদাই তৃপ্তি পাচ্ছে স্বামী -স্ত্রী গুনগুন সৌজন্য। তবে গুনগুন যেমন নিজের খুশি মুখে বলে প্রকাশ করছে সৌজন্য তেমন পারে না। সে মনে মনেই দারুন খুশি। আর এটাই নাকি তাদের সম্পর্কের কনট্রাস্ট। আর সৌগুনকে হাসিখুশি দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের।