• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজ আড়ি কাল ভাব! ঝগড়ার মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসা, সৌগুনের প্রেম দেখে চোখ জুড়ালো দর্শকদের

Published on:

Khorkuto,খড়কুটো,Soujanya,সৌজন্য,Gungun,গুনগুন,Happy Mood,খুশির আমেজ

বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল। তাই সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। আর এই কারণেই সিরিয়াল পাগল দর্শকদের মন খারাপের ওষুধ হল এই মেগা সিরিয়াল। তাই সারাদিনের খাটাখাটনি শেষে পছন্দের টিভি সিরিয়ালে প্রিয় চরিত্রদের দেখে নিমেষে ক্লান্তি দূর হয়ে যায় দর্শকদের। দর্শক মহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘খড়কুটো’(Khorkuto)।

মুখার্জী বাড়ির যৌথ পারিবারিক সম্পর্কের প্রেক্ষাপটে গুনগুন সৌজন্যের খুনসুটি নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল। এই সিরিয়ালের নায়িকা গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা (Trina Saha) এবং সৌজন্যর চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায় (Koushik Roy)। সিরিয়ালে গুনগুন মানেই সারাক্ষণ খুনসুটি,আর হাসি মজা অন্যদিকে তার বর সৌজন্য একেবারে ভিন্ন চরিত্রের মানুষ।

Khorkuto,Soujanya Gungun

কিন্তু তাতে কি বিপরীত চরিত্রের হয়েও গুনগুন সৌজন্যের মধ্যে ভালোবাসার কমতি নেই। দর্শকমহলে তাদের জুটি সৌগুন নামে পরিচিত। দর্শকদের কাছে সৌগুন মানেই এক কথায় সুপারহিট জুটি। ইতিমধ্যেই এই সিরিয়ালে দেখা গেছে তিন্নির ষড়যন্ত্রে অতিষ্ঠ হয়ে ওঠে গুনগুন। তার ষড়যন্ত্রেই ফের একবার ভাঙন ধরতে বসেছিল সৌগুনের সংসারে।

Khorkuto,খড়কুটো,Soujanya,সৌজন্য,Gungun,গুনগুন,Happy Mood,খুশির আমেজ

কিন্তু তিন্নি এখন অতীত। সমস্ত ঝামেলা অশান্তি মিটিয়ে ফের একবার এক হয়েছে গুনগুন সৌজন্য। গুনগুন সৌজন্যর জীবনে খুশীর আমেজ আসতেই দারুন খুশী খড়কুটো ফ্যানরা। সৌগুন জুটির মধ্যে প্রেমের পাশাপাশি খুনসুটি ঝগড়া দেখতেও দারুন পছন্দ করেন তারা।

 

ইতিমধ্যেই সিরিয়ালের ফ্যান পেজের তরফে শেয়ার করা হয়েছে নতুন ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একে অপরের কাছাকাছি আসতে না আসতেই একে অপরের সাথে ফের একপ্রস্থ ঝগড়া করছে সৌগুন। পরক্ষণেই একে অপরকে চোখে হারাচ্ছে তারা। আর তাদের এই ঝগড়ার মধ্যেই লুকিয়ে থাকা ভালোবাসাই চুটিয়ে উপভোগ করছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥