• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আপদ কেটেছে খুড়কুটোয়! মান অভিমানের পালা শেষে আবারও হাসিখুশি সৌগুন পরিবার

Published on:

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,খুশির মেজাজ,Happy Mood,মুখার্জী পরিবার,Mukherjee Family

অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন সকলেই। তাই সিরিয়াল পাগল দর্শকদের কাছে অবসর যাপনের অন্যতম অঙ্গ হল মেগা সিরিয়াল। তাই এককথায় দর্শকদের স্ট্রেস বাস্টার হল এই সিরিয়াল। আর তাই ওই সময়টায় টিভির পর্দায় পছন্দের চরিত্রদের দেখলেই নিমেষে মন ভালো হয়ে যায় দর্শকদের। দর্শক মহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘খড়কুটো’(Khorkuto)।

মুখার্জী বাড়ির যৌথ পারিবারিক সম্পর্কের প্রেক্ষাপটে গুনগুন সৌজন্যের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল। সিরিয়ালের নায়িকা গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা (Trina Saha) এবং সৌজন্যর চরিত্রে রয়েছেন কৌশিক রায় (Koushik Roy)। গুনগুন সৌজন্য মানেই দর্শকদের কাছে এক কথায় সুপারহিট জুটি। অনুরাগীদের একটা বড় অংশ ভালোবেসে তাদের নাম দিয়েছেন সৌগুন।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,খুশির মেজাজ,Happy Mood,মুখার্জী পরিবার,Mukherjee Family

সিরিয়ালের বর্তমান প্লট অনুযায়ী দেখা যাচ্ছে গুনগুন সৌজন্যের সুখের সংসারে ঝামেলা পাকাতে হাজির হয়েছে তিন্নি। আর এই তিন্নির চক্রান্তেই গুনগুন সৌজন্যর সংসারে লেগেছে আগুন। সৌজন্যকে পাওয়ার আশায় গুনগুনের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে সে। তাই তার মাথার মধ্যে সারাক্ষণ খালি বদবুদ্ধিই ঘোরাফেরা করতে থাকে। উল্লেখ্য এই তিন্নির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,খুশির মেজাজ,Happy Mood,মুখার্জী পরিবার,Mukherjee Family

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে গুনগুন সহ বাড়ির সবাই সৌজন্যকে ভুল বোঝায় মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে গিয়েছে সে। এরপরেই দেখা যায় অসুস্থ সৌজন্য ভর্তি হাসপাতালে। খবর পেয়ে সমস্ত মান অভিমান ভুলে তার কাছে ছুটে যায় গুনগুন। কিন্তু তাতেও রাগ পড়েনি গুনগুনের ক্রেজির। তাই বাড়ি ফিরে যাওয়ার কথা বললে সে জানিয়ে দেয় সে আর বাড়ি ফিরবে না।

 

এসবের মধ্যেই চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে নতুন প্রোমো। আর সেই প্রোমো দেখে বেজায় খুশি সিরিয়ালের দর্শকরা। কারণ অনেকদিন পর মুখার্জী বাড়িতে ফিরেছে খুশির আমেজ। অনেক ঝড় ঝাপ্টার পর শেষমেষ বিদায় নিয়েছে তিন্নি। অন্যদিকে মান অভিমানের পালা মিটিয়ে কাছাকাছি এসেছে গুনগুন সৌজন্য। সেই আনন্দে সবাই মিলে ব্যাগপত্র গুছিয়ে ঘুরতে যাচ্ছে সৌগুনের পরিবার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥