• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গর্ভবতী অবস্থায় উপোস করে তুমুল নাচ! গুনগুনের কান্ড দেখে চক্ষু চড়ক গাছ সৌজন্যর, রইল ভিডিও

Published on:

Khorkuto Gungun Dancing on Pushpa while pregnent Soujanyo gets angry

ষ্টার জলাসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম খড়কুটো (Khorkuto)। একসময় সেরা দশের মধ্যেই থাকত সিরিয়াল তবে বর্তমানে সেই জনপ্রিয়তা কিছুটা কমেছে। সিরিয়ালে গুনগুন-সৌজন্যের (Soujanyo-Gungun) পরিবারে চলছে খুশির আমেজ। কারণ লিটল গুনগুন আসতে চলেছে। বড়দিনে সান্টা সেজে সৌজন্যকে উপহার দিতে গিয়ে ‘লিটল গুনগুন’ পুতুল পেয়েছিল গুনগুন। তবে এবার সত্যিকারের লিটল গুনগুন আসতে চলেছে।

হ্যাঁ, সিরিয়ালে মা হতে চলেছে গুনগুন। তবে মা হতে চললেও গুনগুনের ক্রেজিনেস কিন্তু এখনো যায়নি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুরু হয়েছে নাচানাচি। তাও আবার শিবরাত্রির উপোসের সময়ে। আসলে শাশুড়ি মা, ননদ, বড় জা, পুটুপিসি সবার সাথে সারাদিন উপোস  করে শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে শিব মন্দিরে হাজির হয়েছে গুনগুন।

Khorkuto,Bengali Serial,Gungun Dancing,Trina Saha,খড়কুটো,বাংলা সিরিয়াল,গুনগুন সৌজন্য,গুনাগুনের নাচ,Gungun Dancing on Sami Sami

লাল পেড়ে সাদা শাড়িতে একেবারে লক্ষীমন্ত বৌমা সেজেই হাজির হয়েছিল সে। কিন্তু মন্দিরে পৌঁছে পুজোর আগেই শুরু হল উদ্দাম নাচ। পুষ্পা ছবির ভাইরাল ‘সামি সামি’ (Sami Sami) গানে তুমুল নাচতে দেখা গেল গুনগুনকে। অন্তঃসত্ত্বা বৌয়ের এমন নাচ দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ হয়েছে সৌজন্যের। বাড়ির লোকে বাধা দেওয়ার চেষ্টা করেছে ঠিকই তাতে নাচের কোনো কমতি হয়নি।

Khorkuto,Bengali Serial,Gungun Dancing,Trina Saha,খড়কুটো,বাংলা সিরিয়াল,গুনগুন সৌজন্য,গুনাগুনের নাচ,Gungun Dancing on Sami Sami

যদিও ববিন অর্থাৎ সৌজন্য সাথে আসেনি, তবে বৌউকে দেখতে শিব মন্দিরে হাজির হয়েছিল সে। সেখানে এসে যা দেখে তা দেখে থ হয়ে গিয়েছে সে। গুনগুনের এমন নাচ দেখে শাশুড়ি থেকে পুটুপিসিরাও অবাক হয়ে গিয়েছে। এমনকি ননদ ও জায়েরা মিলে নাচ থামাতে গেলে তাদের নিয়েও নাচতে শুরু করেছে গুনগুন।

সিরিয়ালের শিবরাত্রি স্পেশাল পর্বের এই টুকরো মুহূর্তের ভিডিও ফ্যানপেজের মাধ্যমে শেয়ার করা হয়েছে। আর সেই ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে ভিডিও দেখে কিছু নেটিজেনদের মন্তব্য, গুনগুন যে অন্তঃসত্ত্বা সেটা ভুলে গিয়েছে। এক নেটিজেন লিখেছেন, ‘ওরে গুনগুন তুই প্রেগনেন্ট আছিস, একটু সাবধানে’।

তবে অনেকের কাছেই এই পর্ব আবার দারুণ লেগেছে। ‘সামি সামি’ গানে গুনগুনের নাচ দেখে খুশি  দর্শকেরা। তাদের মতে অনেকদিন পর সিরিয়ালে একটা জমজমাট পর্ব দেখা গেল। অবশ্য বর্তমানে সেরা দশ সিরিয়ালের তালিকায় নাম নেই খড়কুটোর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥