বাংলার টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘খড়কুটো’ (Khorkuto)। দু’বছর আগে যৌথ বাঙালি পরিবারে হাসিখুশি গল্প নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। শুরুর দিকের টিআরপি লিস্টের সেরা পাঁচে তো বটেই বেশ কয়েকবার বেঙ্গল টপারও হয়েছে এই সিরিয়াল। তবে সময়ের সাথে সাথে কমতে থাকে সিরিয়ালের টিআরপি।
সন্ধ্যের তাই স্লট থেকে এক ধাক্কায় নেমে আসে দুপুরের স্লটে। কিন্তু তারপরেও টানা রমরমিয়ে চলেছে গুনগুন সৌজন্যের মুখার্জি পরিবারের একসাথে মিলেমিশে থাকার গল্প। এই কারণেই এই সিরিয়ালের প্রতি শুরু থেকেই দর্শকদের একটা আলাদা ভালো লাগা ছিল এই সিরিয়ালের প্রতি। দর্শকদের কাছে গুনগুন সৌজন্যের জুটি এতটাই জনপ্রিয় ছিল যে দর্শকরা ভালোবেসে তাদের নাম দিয়েছিল সৌগুন।
ধারাবাহিককে গুনগুন (Gungun) চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন টেলি অভিনেত্রী তৃনা সাহা (Reina Saha)। এই সিরিয়ালের হাত ধরেই তিনি পৌঁছে গিয়েছেন বাংলার দর্শকদের ঘরে ঘরে। তার বিপরীতে অত্যন্ত সাবলীল অভিনয় করে দাগ কেটে গিয়েছেন সৌজন্য (Soujanya) অভিনেতা কৌশিক রায় (Kaushik Roy)-ও। তবে এবার এই সিরিয়াল প্রায় শেষের পথে। আজই টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে এই সিরিয়াল।
View this post on Instagram
সিরিয়ালে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে অত্যন্ত দুঃখের ট্র্যাক। ব্রেন টিউমারে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে মুখার্জী বাড়ির প্রাণ গুনগুনের। এই পর্ব দেখার পর থেকে সমানে চোখের জল ফেলেছেন এই সিরিয়ালের দর্শকরা।আগেই জানা গিয়েছিল গুনগুনের মৃত্যু দেখিয়েই শেষ হতে চলেছে খড়কুটো। তবে সেইসাথে গুনগুন অভিনেত্রী তৃনা সাহা জানিয়েছিলেন গুনগুনের মৃত্যু হলেও সিরিয়ালের শেষ পর্বে দর্শকদের জন্য থাকছে একটা উপহার।
View this post on Instagram
সেই কথা রেখেই দর্শকদের বিশেষ উপহার দিলেন লেখিকা লীনা গাঙ্গুলিও। গুনগুনের মৃত্যুর পর এক লাফে ২৫ বছর এগিয়ে যাবে সিরিয়াল। এরফলে স্বাভাবিকভাবেই বদল এসেছে বাড়ির সকল সদস্যদের চেহারায়। এই সিরিয়ালের অন্তিম পর্বের সবচেয়ে বড় টুইস্ট (New Twist)হল গুনাগুনের সছেলে চাঁদ অর্থাৎ ঈশান বড় হয়ে হুবহু গুনাগুনের ক্রেজি অর্থাৎ সৌজন্যের মতো দেখতে হয়েছে। আর তারই গার্লফ্রেন্ড হয়ে নতুন রূপে ফিরতে চলেছেন গুনগুন অভিনেত্রী তৃনা সাহা।