দর্শকমহলে লীনা গাঙ্গুলির (Leena Ganguly) খড়কুটো (Khorkuto) সিরিয়ালের জনপ্রিয়তার কথা নতুন করে আর কি বলবো! একেবারে শুরু থেকেই বাঙালি বাড়ির ঐতিহ্য একান্নবর্তী পরিবারের প্রেক্ষাপটে তৈরি এই সিরিয়াল সহজেই মন জয় করে নিয়েছে দর্শকদের। প্রসঙ্গত সব সিরিয়ালের ক্ষেত্রে আজকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ টি আর পি। আর একটা সময় ছিল যখন এই সাপ্তাহিক টি আর পি চার্টের একেবারে শীর্ষ স্থানে ছিল এই সিরিয়াল।
কিন্তু একের পর এক নতুন সিরিয়ালের চাপে সন্ধ্যার প্রাইম টাইম স্লট হারিয়ে অনেকদিন আগে দুপুর বেলাতেই শুরু হয়েছে সিরিয়ালের সম্প্রচার। তবে স্লট হারালেও দর্শকমহলে কিন্তু জনপ্রিয়তা কমেনি সিরিয়ালের। আজও দুপুরের স্লটেই রমরমিয়ে চলছে খড়কুটো। কিছুদিন আগেই সিরিয়ালে গিয়েছে কীভাবে প্রতারক স্রোতের হাত থেকে বেঁচে ফিরেছে সাঁজি।
মিথ্যে বিয়ের সম্পর্কের জাল ছিঁড়ে বেরিয়ে স্রোতকে আগেই জেলে পাঠিয়েছে সে। প্রসঙ্গত গত মাসেই মাঝরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জী। এই সিরিয়ালে তিনি গুনগুনের ড্যাডির চরিত্রে অভিনয় করছিলেন। তার মৃত্যুর পর ঠিক করা হয়েছিল এই সিরিয়ালে গুনগুনের ড্যাডির চরিত্রে আর কাওকে দেখানো হবে না।
কিন্তু সম্প্রতি সিরিয়ালে দেখা যাচ্ছে অবশেষে সৌজন্যর বাবা হওয়ার দিন এসেই গিয়েছে। গুনগুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরইমধ্যে শোনা যাচ্ছে গুনগুনের ড্যাডির মৃত্যু সংবাদ। এমন একটা দুঃসংবাদ মুখার্জী পরিবারের সদস্যদের কানে এসে পৌঁছালেও এখনও পর্যন্ত জানানো হয়নি গুনগুনকে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খড়কুটো সিরিয়ালের একটি ছোট ভিডিও ক্লিপিংস।
সম্প্রতি সিরিয়ালের ফ্যান পেজের তরফে শেয়ার করা হয়েছে এমনই একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালে গুনগুনকে ভর্তি করে দিয়ে ভালোয় ভালোয় তার ডেলিভারিটা হওয়ার অপেক্ষা করছে সৌজন্য, পটকা,জ্যাঠাই, মিষ্টি বৌদি আর বর। সবাই চিন্তায় রয়েছেন ড্যাডির মৃত্যুর খবর পাওয়ার পর গুনগুনের কি অবস্থা হতে চলেছে।
View this post on Instagram