• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খড়কুটোয় বিয়ের মরশুম, ঢাকঢোল পিটিয়ে, শেষমেশ কিনা আশীর্বাদে নকল গয়না এনে মুখ পুড়ল হবু শাশুড়ির

সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে দিনে বেড়েই চলেছে সিরিয়ালের জনপ্রিয়তা। অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কম বেশি সকলেই। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি ধারাবাহিক হল স্টার জলসার ‘খড়কুটো’ (Khorkuto)। সিরিয়ালে এখন তৈরি হয়েছে বিয়ের আমেজ। পটকার মেয়ে সাঁজির বিয়ে লেগেছে সৌগুন পরিবারে।

উল্লেখ্য এই সিরিয়ালে দর্শকদের অন্যতম পছন্দের জুটি গুনগুন (Gungun) সৌজন্য (Soujanya) হলেও দর্শকদের পছন্দের একাধিক চরিত্র রয়েছে মুখার্জী বাড়িতে। এই সিরিয়ালের মাধ্যমে বাঙালির যৌথ পারিবারিক সম্পর্কের ঐতিহ্য কে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাই এই সিরিয়ালের অন্যতম ইউএসপি হল পারিবারের সকল সদস্যদের মিলেমিশে একসাথে থাকার গল্প।

   

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,সাঁজি,Sanjhi,আশীর্বাদ,Ashirbad

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে স্রোতের সাথে সাঁজির বিয়ের পাকা কথা বলে গিয়েছে স্রোতের বাড়ি লোক। তবে স্রোতের মা খুব একটা সুবিধার নন, একথা তার কথাবার্তা শুনেই বুঝেছে সঁজির বাড়ির লোকজন। স্রোতের মাকে সারাক্ষণ টাকা পয়সা, গয়না নিয়ে কথা বলতে দেখে বাড়ির বৌ গুনগুন তাকে সবার সামনে লোভী বলে দেয়।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,সাঁজি,Sanjhi,আশীর্বাদ,Ashirbad
এরপর তার পরিস্থিতি সামাল দিতে স্রোতের বাড়ির তরফে বলা হয় তার মা অসুস্থ। এটা নাকি এমন একটা অদ্ভুত রোগ যাতে কোথায় কি কথা বলতে তার কোনো কাণ্ডজ্ঞান থাকে না। জীবনে প্রথম এমন আনকোরা রোগের কথা শুনে অবাক যায় বৈজ্ঞানিক সৌজন্য। এতেই ভীষণ খটকা লাগে তার। স্রোতের বাড়ির লোকজনকে একেবারেই সুবিধার মনে হয় না সৌজন্যর।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,সাঁজি,Sanjhi,আশীর্বাদ,Ashirbad

এসবের মধ্যেই সিরিয়ালে দেখানো হচ্ছে সাঁজির আশীর্বাদ পর্ব। শুরু থেকে দামী জিনিস দামী গয়না এসেছেন বলে ঢাক পিটিয়ে যাচ্ছেন স্রোতের মা। এমনকি তিনি জানান আশীর্বাদের পর সেই গয়না যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর অতিরিক্ত সেই ভারি গয়না দেখে মুহুর্তের মধ্যে সকলে বুঝে যায় ওটা নকল গয়না।