• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গুনগুনপ্রেমীদের জন্য দুঃসংবাদ, অগস্টেই শেষ হচ্ছে ‘খড়কুটো’! প্রকাশ্যে এল শেষ সম্প্রচারের তারিখ

হাসি খুশি এক মধ্যবিত্ত পরিবারের কাহিনী নিয়ে শুরু হয়েছিল ‘খড়কুটো’ (Khorkuto) সিরিয়াল। শুরুতেই দর্শকদের মন জিতে নিয়েছিল অগোছালো আর ডানপিটে স্বভাবের গুনগুন। অন্যদিকে বেশ গোমড়ামুখো হলেও সৌজন্যও দারুন জনপ্রিয়তা পেয়েছিল। সিরিয়ালে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা (Trina Saha)। অন্যদিকে সৌজন্যের চরিত্রে আছেন কৌশিক রায় (Kaushik Roy)। একেবারে অপছন্দ থেকে আজ একাত্মা হয়ে গিয়েছে দুজনে। জীবনের নানা বোঝাপড়ার মধ্যে দিয়েই সময়ের সাথে এগিয়ে চলেছে খড়কুটো। তবে সম্প্রতি জানা যাচ্ছে আগস্ট মাসেই নাকি শেষ হতে চলেছে খড়কুটো সিরিয়ালটি (Khorkuto Serial Ending)!

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Ganguly) এই সিরিয়াল নিয়ে শুরু থেকেই চর্চা ছিল তুঙ্গে। ২০২০ সালের ১৭ই অগাস্ট শুরু হয়েছিল সিরিয়ালটি। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে আগামী অগাস্ট মাসেই নাকি শেষ হচ্ছে সিরিয়াল। এমনকি শেষ সম্প্রসারণের তারিখও প্রকাশ্যে এসেছে।

   

Khorkuto,Gungun Soujanyo,Trina Saha,Kaushik Roy,Bengali Serial,খড়কুটো,তৃণা সাহা,কৌশিক রায়,বাংলা সিরিয়াল

আসলে বেশ কয়েক মাস ধরেই টিআরপি তালিকায় (TRP List) খুব একটা ভালো ফল মিলছিল না। শুরুতে টিআরপি তালিকায় প্রথমের দিকে থাকলেও বর্তমানে সেই নাম্বার অনেকটাই কমের দিকে এসেছে। এমনকি সিরিয়ালের ট্রাকেও বড়সড় পরিবর্তন এসেছে।  দর্শকেরাও অনেকসময় সমালোচনা করেছেন সিরিয়াল নিয়ে।

যেমনটা জানা যাচ্ছে আগামী ৫ই অগাস্ট শেষ হতে চলেছে খড়কুটো সিরিয়াল। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমত মন খারাপ গুনগুনপ্রেমীদের।

Khorkuto,Gungun Soujanyo,Trina Saha,Kaushik Roy,Bengali Serial,খড়কুটো,তৃণা সাহা,কৌশিক রায়,বাংলা সিরিয়াল

প্রসঙ্গত, বর্তমানে সিরিয়ালে সাঝির দ্বিতীয় বিয়ের তোড়জোড় চলছে। বিগত বেশ কিছুদিন ধরেই একে একে অনেক চমক দেখা গিয়েছে। মুখার্জী পরিবারে আবারও খুশির আবহাওয়া দেখা গিয়েছে। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি শেষ হচ্ছে সিরিয়াল? এই প্রশ্নের উত্তর হিসাবে বলা যেতে পারে যে চ্যানেলের পক্ষ থেকে কোনো অফিসিয়াল খবর এখনও জানা যায়নি।

Khorkuto Gungun wiht Daddy Abhishek Chattejree

এছাড়াও, বলে রাখা ভালো বিখ্যাত বাঙালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এই সিরিয়ালের শেষ অভিনয় করেছিলেন। সিরিয়ালে মূল চরিত্র গুনগুনের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।