সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের সাথে বাংলা সিরিয়ালের সম্পর্ক কিন্তু আজকের নয়। তাই সিরিয়ালের পোকা দর্শকদের কাছে সিরিয়ালের বিকল্প আর দ্বিতীয় কিছু নেই। দিনে দিনে দর্শকমহলেও বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা।
তবে সিরিয়ালের বিষয়বস্তু যাইহোক না কেন ইদানীং সব সিরিয়ালের ক্ষেত্রেই কিন্তু টি আর পিই শেষ কথা। তাই প্রতি সপ্তাহেই দর্শকদের মনোরঞ্জনের কথা ভেবেই সিরিয়াল গুলোতে থাকে নিত্যনতুন চমক। এই কারণেই দেখা যায় বেশীরভাগ সিরিয়াল যে বিষয় নিয়ে শুরু হয় পরবর্তীতে সিরিয়ালে সেই বিষয়ের কোনো টিক্কিটিও খুঁজে পাওয়া যায় না।
দর্শকদের পছন্দের তালিকায় থাকা এমনই একটি সিরিয়াল ষ্টার জলসার ‘খড়কুটো’ (Khorkuto)। দিনে দিনে দর্শকমহলে এই সিরিয়ালের টি আর পি কমেছে ঠিকই কিন্তু জনপ্রিয়তা কমেনি একটুও। তাই তো দর্শকদের ফেরাতে এখনো সিরিয়ালে াণ হচ্ছে নিত্যনতুন ট্র্যাক। এই যেমন কিছুদিন আগেই দেখা গিয়েছে গুগুনের খুড়তুতো ননদ চিনির চাকরি করা নিয়ে অশান্তি হচ্ছিল শশুরবাড়িতে।
আর এখন সিরিয়ালে এসেছে আরো একটি নতুন ট্র্যাক (New Track)। আসলে অতীত ভুলে নিজের জীবনে এগিয়ে যেতে কিছুদিন আগেই বাড়ি ছেড়ে কলেজে প্রফেসারির চাকরি করছিল মুখার্জী বাড়ির ছোট মেয়ে সাঁজি (Sanji)। কিন্তু কলেজে গিয়েও তার শান্তি সেখানে এতদিন তাকে বিনা কারণে পদে পদে অপদস্থ করেছেন তার কলেজের এইচ ও ডি অর্জুন (Arjun) থেকে শুরু করে সমস্ত কলিগ।
তাই শেষপর্যন্ত সাঁজি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে শেষ পর্যন্ত সে কলেজ ছাড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঝগড়া করতে করতেই কখন যেন সাঁজির প্রতি একটা অদ্ভুত দুর্বলতা তৈরী হয়েছে অর্জুনের।তাই সাঁজি একদিন কলেজ না আসায় সে ছুটতে ছুটতে তার বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল। আর এই গোটা বিষয়টা কেউ আন্দাজ করতে না পারলেও ইতিমধ্যেই ধরে ফেলেছেন সাঁজির কলেজের প্রিন্সিপাল। সম্প্রতি সিরিয়ালের একটি ফ্যান পেজের তরফে এই পর্বের ভিডিও শেয়ার করা হয়েছিল ,যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
View this post on Instagram