• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের বিয়ের মরশুম ‘খড়কুটো’ সিরিয়ালে! বর বেশে হ্যান্ডসাম শ্বশুরকে দেখে একেবারে ফিদা জামাই

Published on:

khorkuto খড়কুটো জেঠাইয়ের বিয়ে

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’ (Khorkuto)। টি আর পি ধরে রাখতে ইতিমধ্যেই এই সিরিয়ালে এসেছে একের এক নতুন টুইস্ট। নানান নাটক আর টালবাহানার শেষে গুনগুন-সৌজন্যের (Gungun-Soujanya) দ্বিতীয় বিয়ে থেকে শুরু করে ফুলশয্যা সিরিয়ালে একের পর এক নতুন চমক। তাছাড়া এক বিয়ে মিটতেই সিরিয়ালে এসে পড়েছে আর এক বিয়ের পর্ব। নতুন বিয়ের মরশুম শুরু হতেই বাড়ির সদস্যরা সবাই মিলে বিয়ের তোড়জোড় শুরু করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

আসলে এখন সিরিয়ালে চলছে জেঠাই আর বড়মার বিবাহবার্ষিকী স্পেশাল পর্ব। আর এই স্পেশাল দিনকে আরও বেশি স্পেশাল করে তুলতে বড়মা আর জেঠাইয়ের আবার বিয়ে দেওয়ার প্ল্যান শুরু করে দিয়েছে গুনগুন আর সৌজন্য। আর তাই জ্যাঠাইকে নতুন ধুতি, পাঞ্জাবি, টোপর আর কপালে চন্দনের ফোঁটা দিয়ে একেবারে নতুন বরের মতো সাজিয়ে দিয়েছে গুনগুন।

khorkuto খড়কুটো জেঠাইয়ের বিয়ে

আর জ্যাঠাইয়ের সেই হ্যান্ডসাম লুক দেখে বাড়ির অনান্য সদস্যদের মতো একেবারে ফিদা বাড়ির জামাই রূপাঞ্জনও। শ্বশুর মশাইয়ের সেই হ্যান্ডসাম লুক দেখে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে জামাই। শশুরকে দেখে জামাই বলে ওঠেছে, ‘ জ্যাঠাই একটা কথা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের কনের থেকে আমাদের বর কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম। ওহহ কি লাগছে!’

khorkuto খড়কুটো জেঠাইয়ের বিয়ে

আর জামাইয়ের মুখে দরাজ প্রশংসা শুনে চোখেমুখে হাসির ছাপ ফুটে ওঠে জ্যাঠাইয়েরও। একগাল হাসি নিয়ে নিজস্ব কায়দায় কাঁধটা একটু ঝাঁকিয়ে নিয়ে তিনিও বলে ওঠেন ‘এমন শ্বশুর ভক্ত জামাই লাখে একটা মেলে, তাই আমিও একটু একটু করে জামাই ভক্ত হয়ে উঠছি।’

এদিকে যখন জ্যাঠাইকে ঘিরে এমন হাসি, মজা চলছে অন্যদিকে তখন দেখা যাচ্ছে বড়মাকেও লাল বেনারসী পরিয়ে নতুন বৌয়ের সাজে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে পুটুস পিসিসহ অনান্যরা। এদিকে এই বয়সে নতুন বৌ সেজে বড়মা তো লজ্জায় একেবারে লাল! এবার জেঠাই আর বড়মা দুজন দুজনকে নতুন করে বিয়ের সাজে দেখে কিভাবে রিয়্যাক্ট করেন এখন সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥