• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌগুন পরিবারে বিয়ে! সবার সামনে ননদ-বৌদিদের মুখে হানিমুনের কথা শুনে লজ্জায় লাল গুনগুন

বাঙালির বিনোদনের ডেলি ডোজ হল মেগা সিরিয়াল।তাই কর্মব্যস্ত জীবন থেকে সামান্য অবসর মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কম বেশি সকলেই। আর ইদানীং দর্শকদের মধ্যে বেড়েই চলেছে সিরিয়ালের চাহিদা। বর্তমানে দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘খড়কুটো’ (Khorkuto)।

কিছুদিন আগেই সিরিয়ালের একঘেয়ে ট্রাকে এসেছে দারুন চমক। গুনগুনের গর্ভবতী হওয়ার খবরের পরেই পটকার মেয়ে সাঁজির বিয়ে লেগেছে সৌগুন পরিবারে। তাই এই বিয়ের আমেজে মুখার্জী বাড়িতে এখন বইছে খুশীর হাওয়া। বাড়ির আদরের ছোটো মেয়ের বিয়েতে মেতে উঠেছে গোটা পরিবার। সৌগুন পারিবারের সকল সদস্যদের একসাথে মিলেমিশে থাকার এই গল্পই আর পাঁচটা সিরিয়াল থেকে আলাদা করে তুলেছে এই সিরিয়ালকে।

   

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,হানিমুন,Honeymoon,সাঁজি,Samjhi

এই সিরিয়ালের প্রিয় জুটি হিসাবে সবার মুখে মুখে ঘোরে গুনগুন (Gungun) সৌজন্যর (Soujanya) নাম। দর্শকরা ভালোবেসে তাদের নাম দিয়েছেন সৌগুন।টিভির পর্দায় এই প্রিয় জুটির রোম্যান্স দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। তাই সিরিয়ালে গুনগুন সৌজন্যকে আসতে দেখলেই টিভির পর্দা থেকে চোখ সরে না দর্শকদের।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,হানিমুন,Honeymoon,সাঁজি,Samjhi

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে স্রোতের সাথে বিয়ে হচ্ছে সাঁজির। সমস্ত নিয়ম মেনেই একের পর এক অনুষ্ঠান হয়েই চলেছে। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে বিয়ের কনের সাথে লাল বেনারসি পরে নববধূর সাজে একেবারে তৈরি সাঁজি। আর বিয়ে বাড়িতে যা হয়! সবাই এক জায়গায় হতেই বাড়িময় চলছে হাসি ঠাট্টা।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,হানিমুন,Honeymoon,সাঁজি,Samjhi

এরই মধ্যে সিরিয়ালে দেখা গিয়েছে বিয়ের দিনেই সাঁজি কে হানিমুনের প্ল্যান জিজ্ঞেস করছে চিনি আর মিষ্টি বৌদি। তা শুনে লাজুক লাজুক মুখে সাঁজি জানায় এখনও কিছু ঠিক করেনি। এরপরেই গুনগুনের পিছনে লাগতে শুরু করে তারা। তখনই মিষ্টি বৌদি আর চিনি বলে ওঠে পাহাড়ে ব্যাপক হানিমুন হয়েছিল, তার জন্যই এখন গুনগুন কে এতকিছু মেনে চলতে হচ্ছে। একথা শুনেই লজ্জায় একেবারে লাল হয়ে যায় গুনগুন।