• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয় বিয়ে! সৌজন্যের সাথে বিয়ের পরেও ফের আইবুড়ো ভাত খেল খড়কুটোর গুনগুন!

Published on:

trina saha gungun

কৃষ্ণকলি ধারাবাহিকের ‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্য (neel Bhattacharya) এবং ‘খড়কুটো’ (khorkuto)র ‘গুনগুন’ তথা তৃণা সাহা (Trina saha) এবার রিয়েল লাইফেও গাঁটছড়া বাঁধতে চলেছেন। আগামী বছরের ৪ঠা ফেব্রুয়ারী সাতপাকে বাঁধা পড়বেন তারা। আর তার আগে ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এই তারকাজুটির সঙ্গীত। যত দিন এগিয়ে আসছে ততই জোরকদমে চলছে প্রস্তুতি।

trina saha aiburobhat

এদিকে সদ্য বিয়ে সেরে উঠলেন গুনগুন। সবাইকে টেক্কা দিয়ে এখন রমরমিয়ে চলছে সৌগুনের প্রেম।ধারাবাহিকের একান্নবর্তী পরিবারের মাঝে এক ছটফটে বড়লোক মেয়ে যেভাবে মিশে গেছে তা বেশ মনে ধরেছে দর্শকদের। সৌজন্য(soujanya) গুনগুনের (gungun) খুনসুটি, প্রেম সবই বেশ নতুনত্বের ছোঁয়া এনে দিয়েছে মেগার একঘেয়েমিতে।

trina saha aiburo bhat

এরমাঝেই রিল লাইফের গুনগুন অর্থাৎ রিয়েল লাইফের তৃণা সাহাকে নিয়ে নেট পাড়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের আইবুড়ো ভাতের ছবি পোস্ট করেছেন তৃণা। ক্যাপশনে লিখেছেন, “তারপর আমি শুরু করলাম নিজের আইবুড়ো ভাত পর্ব”।

trina saha aiburo bhat

৫ রকম ভাজা, মাছ, পনির, চাটনি, মিষ্টি দিয়ে খেলেন নিজের বিয়ের প্রথম আইবুড়ো ভাত। কমেন্টে সকলেই তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে৷ অভিনেতা রুদ্রনীল ঘোষ তার ছবিতে কমেন্ট করেছেন জিও। ইতিমধ্যেই তুমুল ভাইরাল তার আইবুড়ো ভাতের ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥