স্টার জলসার (Star Jalsha) ‘খড়কুটো’ (Khorkuto) ধারাবাহিকটি শেষ হয়েছে কয়েক মাস হল। তবে দর্শকরা এখনও এই ধারাবাহিকটি বেশ মিস করেন। শুধুমাত্র নায়ক-নায়িকা সৌজন্য এবং গুনগুনকেই নয়, যৌথ পরিবারের গল্প নিয়ে তৈরি হওয়া এই সিরিয়ালের সকল শিল্পীকেই মিস করেন তাঁরা। সিরিয়ালে গুনগুন চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) ও সৌজন্য চরিত্রে ছিলেন কৌশিক রায় (Kaushik Roy)।
শুরু থেকেই ‘খড়কুটো’র টিআরপিও ছিল বেশ আকর্ষণীয়। দুপুরে সম্প্রচারিত হওয়ার পরেও টিআরপি নেহাত মন্দ ছিল না কৌশিক রায় এবং তৃণা সাহা অভিনীত এই ধারাবাহিকের। বর্তমান সময়ে যেখানে যৌথ পরিবার বাস্তবেও খুব একটা দেখা যায় না, সেখানে ‘খড়কুটো’য় সেই ফ্লেভার দেখতে পেয়ে বেশ ভালো লেগেছিল দর্শকদের।
‘খড়কুটো’ শেষ হওয়ার পর ফের পর্দায় ‘সৌগুন’ জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন সিরিয়ালের একনিষ্ঠ দর্শকরা। একজন গম্ভীর বৈজ্ঞানিক এবং আর একজন ছলবলে মেয়ের প্রেম কাহিনী বেশ পছন্দ হয়েছিল তাঁদের। সোশ্যাল মিডিয়া খুললেও দর্শকদের ‘সৌগুন’ জুটিকে ফিরিয়ে আনার অনুরোধ প্রায়ই চোখে পড়ে।
তবে এবার ‘খড়কুটো’ অনুরাগীদের জন্য একটি বড় সুখবর রয়েছে। হয়তো অনেকে যা কল্পনাও করতে পারেননি সেটিই হতে চলেছে এবার। নেটপাড়ায় জোর গুঞ্জন শীঘ্রই পর্দায় ফিরতে চলেছে সৌজন্য-গুনগুন জুটি। ‘খড়কুটো’ শেষ হওয়ার পর এবার শুরু হতে চলেছে ‘খড়কুটো ২’ (Khorkuto 2)।
সম্প্রতি ‘খড়কুটো’য় নায়ক সৌজন্যের চরিত্রে অভিনয় করা কৌশিক রায় নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখার পর থেকে ‘খড়কুটো ২’এর জল্পনা শুরু হয়েছে। নিজের বেশ কিছু সাদা কালো ছবি দিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন কৌশিক।
View this post on Instagram
আর সে ছবিগুলিতে অভিনেতা যেভাবে তাকাচ্ছেন, যেভাবে হাসছেন তা দেখে বাংলার টেলিভিশন প্রেমীদের সৌজন্যের কথা মনে পড়ে গিয়েছে। আর সেখান থেকেই শুরু হয়েছে ‘খড়কুটো ২’ আসার অনুমান। অনেকের মতে ফের ফিরতে চলেছে ‘সৌগুন’ ম্যাজিক। যদিও অনেকে এও বলছেন যে এটি কৌশিকের নতুন কোনও প্রোজেক্টের ছবিও হতে পারে। জানিয়ে রাখি, ‘খড়কুটো ২’ প্রসঙ্গে নির্মাতারা এখনও কিছু বলেননি।