• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খড়কুটোর মুখার্জী বাড়িতে ডাকাত!ভয়ে কাঠ কিপ্টে জ্যাঠাই

Published on:

khorkuto,new promo

বাংলা বিনোদন জগতের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। তাই সন্ধ্যা নামার সাথে সাথেই সমস্ত কাজ সেরে হাতে টিভির রিমোর্ট নিয়ে পরিবারের সবাই মিলে বসে পড়েন টিভির সামনে। দর্শকদের অত্যন্ত পছন্দের এমনই একটি জনপ্রিয় মেগা ধারাবাহিক হল স্টার জলসার খড়কুটো (Khorkuto)। হাসি-মজায় ভরপুর পারিবারিক সম্পর্কের প্রেক্ষাপটে গুনগুন-সৌজন্যের (Gungun-Soujanyo) খুনসুটি নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল।

স্টার জলসার ‘শোজ টপার’ এই সিরিয়াল টি আরপি র তালিকায় বরাবরই প্রথম দিকে থাকলেও মাঝে কয়েকদিন টিআরপি রেটিং তলানিতে গিয়ে ঠেকেছিল। কিন্তু ফের একবার স্রোতে ফিরেছে এই সিরিয়াল। টি আর পি ধরে রাখতে ইতিমধ্যেই এই সিরিয়ালে এসেছে একের এক নতুন চমক। সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো ডাকাত যখন ঘরে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

khorkuto,new promo

প্রকাশ্যে আসা ওই ভিডিওতে দেখা যাচ্ছে মুখে কাপড় বেঁধে ডাকত দলের সর্দার সেজেছে গুনগুন। তার সাথে যোগ দিয়েছে অনান্য সদস্যরাও। এরপর ঘর অন্ধকার করে সবাই মিলে যায় জ্যাঠাই এর ঘরে। সেখানে গিয়ে জ্যাঠাইয়ের হাত বেঁধে গুনগুন বলছে , ‘মাল ছাড়ো। ক্যাশবাক্স কই?’ পাশ থেকে চিনির বর বলে উঠছে, ‘আমাদের কাছে খবর কাছে।’

khorkuto,new promo

তারপরই পাশ থেকে বড়মা বলছে ‘টাকা আগলে বসে আছে। কিপ্টে বুড়ো কোথাকার।’ এরপর গুনগুন চাবি চেয়ে নেয। তারপরই ক্যাশবাক্স থেকে টাকা বের করে চিৎকার করে বলে , ‘মিলগায়া মিলগায়া।’ এরপর জ্যাঠাই পুলিশে খবর দেওয়ার কথা বললে বড়মা হো হো করে হেসে ওঠে। যা দেখে দেখে জেঠাই বলে, ‘তুমি হাসছো?’

 

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

আসলে কিপ্টে জেঠাইকে টাইট দিতেই গুনগুনসহ পুরো পরিবার এই প্ল্যান করেছে। সম্প্রতি এই ভিডিওই ব্যাপক ভাইরাল হয়েছে মিডিয়ায়। যা দেখে ভিডিওটির কমেন্ট বক্সে হাসির রোল উঠেছে নেট পাড়ায়। এখন দেখার সত্যি টা জানার কিপ্টে জ্যাঠাইয়ের প্রতিক্রিয়া কি হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥