স্টারজলসার জনপ্রিয় সিরিয়াল হল খড়কুটো (Khorkuto)। শুরুর দিকে সর্বাধিক জনপ্রিয় থাকলেও বর্তমানে দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছে সিরিয়ালটি। সিরিয়ালের গুনগুন আর সৌজন্যকে নিয়েই মূল গল্প। গুনগুনের পাগলামির সাথে সৌজন্যের গম্ভীরভাব সাথে গোটা পরিবারের হৈ হুল্লোড় এই নিয়েই দিব্যি দর্শকদের মন জয় করছিলো খড়কুটো। এমনকি পরিবারের সদস্য মিষ্টির মা হবার খবরে মুখার্জী পরিবারে এসেছিল খুশির হাওয়া।
কিন্তু এরপরেই যেন কেমন প্যাচালো হয়ে যাচ্ছে সব কিছু। প্রথমে ভজনবাবুকে নিয়ে বেশ কিছুদিন রহস্য ঘনালো। গানের অ্যালবাম বানানোর জন্য বাড়ির কাউকে না জানিয়েই লক্ষাধিক টাকা ধার করেছিলেন তিনি। যেটা প্রথমে বলতে চাননি ভজনবাবু, যে কারণে অনেক অপমানিত হতে হয়েছে তাকে। তবে সবকিছু সামনে এসে গিয়েছে, ইতিমধ্যেই সমস্ত ভুল বোঝাবুঝি মিতে গেছে। কিন্তু এই এক রহস্য কাটতে না কাটতেই আরেক রহস্য দানা বাড়ছে খড়কুটো পরিবারে।
আসলে সিরিয়ালের কিছু বিশেষ মুহূর্ত নিয়ে মাঝে মধ্যেই বানানো হয় প্রোমো। আর এরখমই একটি প্রোমো বানিয়ে শেয়ার করা হয়েছে ষ্টার জলসার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে। প্রোমোতে দেখা যাচ্ছে। খড়কুটোর পরিবারে নতুন এক সদস্যের আগমন ঘটেছে। আর নবাগত সেই অতিথির সম্পর্ক রয়েছে পটকার সাথে। দেখা যাচ্ছে নতুন চরিত্রটিকে পটকা বলছে, ‘রাগ করে না সোনা! আমার তো কত দিনের স্বপ্ন ছিল তোকে এই বাড়িতে নিয়ে আসবো। আজ এতবছর পর সেই স্বপ্ন সত্যি হবার মুখে’।
View this post on Instagram
এখানেই শেষ নয়, এরপর পটকা বলে, ‘আমার শরীরে যে তোর রক্ত বইছে রে সোনা। রক্তের টান যে খুব মারাত্মক’। পটকার মুখে এই কথা শুনে প্রশ্ন জেগেছে গুনগুনের মনে। পটকার সাথে কি করে রক্তের সম্পর্ক রয়েছে এই নতুন আগন্তুকের! অবশ্য এই প্রশ্ন এখন দর্শকদের মধ্যেই উঁকি মেরেছে।
নতুন চরিত্রে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন অভিনেতা ঋষভ বসু (Rishav Bose)। সিরিয়ালের জগতে খুব একটা পরিচিত না হলেও ওয়েব সিরিজে নিজের দুর্দান্ত অভিনয়ের দক্ষতা ইতিমধ্যেই প্রমাণ করেছেন ঋষভ। নতুন এই প্রোমো শেয়ার হবার পর থেকেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। নতুন এই প্রোমোতে ‘আগন্তুকের আগমন’ বলে আখ্যা দেওয়া হয়েছে। এখন অপেক্ষা এই রহস্য খোলসা হবার।