দর্শকদের মন ভালো করার অন্যতম খোড়াক হল রিয়াল।আর বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘খড়কুটো'(Khorkuto)। দর্শকমহলে এই সিরিয়ালের নিত্যনতুন আপডেট নিয়ে বরাবরই উত্তজনা থাকে তুঙ্গে। তাই এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না।
শ্বাশুড়ি -বৌমার কূটকচালি নয় এই সিরিয়ালের অন্যতম রসদ হল যৌথ পারিবার। যা আজকের দিনে বাঙালি বাড়িতে প্রায় বিলুপ্তির পথে। এই সিরিয়ালের নায়ক নায়িকা গুনগুন-সৌজন্য (Gungun-Soujanyo) ছাড়াও এই সিরিয়ালে থাকা একাধিক পজিটিভ চরিত্রের হাসি-ঠাট্টাও দারুন উপভোগ করেন দর্শকরা। আর সেই কারণেই এই সিরিয়ালে দর্শকদের পছন্দের চরিত্র রয়েছে একাধিক।
সিরিয়ালে নায়ক নায়িকা সৌগুন, চরিত্রের দিক থেকে একে অপরের থেকে একেবারে আলাদা। তবে তাঁদের মধ্যেও মান-অভিমান আর ঝগড়াঝাটি থাকলেও তা কখনই তাদের ভালোবাসাকে ছাপিয়ে যেতে পারেনি। তাই শত ভুল বোঝাবুঝির পরেও বারে বারে একে অপরের কাছেই ফিরে এসেছেন তারা। সিরিয়ালে এখন সৌজন্য -গুনগুনের বিয়ের পরে প্রেম চলছে।
এবছর মুখার্জী বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো হচ্ছে। আর সেই পুজোর আনন্দে সৌজন্য গুনগুন সহ মেতে উঠেছেন বাড়ির সকল সদস্যরা। অন্যদিকে পুজো উপলক্ষে সৌজন্যের বাড়িতে তাঁর সাহেব প্রফেসর এসেছেন। আর পুজোর আনন্দকে দ্বিগুণ করে দিয়ে তিনি জানিয়েছেন সৌজন্যর সেরা বিজ্ঞানীর সম্মান পাওয়ার কথা।
View this post on Instagram
এসবের মধ্যেই দেখতে দেখতে শেষ হয়েছে পুজো। কটা দিন ধুমধাম করে কাটানোর পর মুখার্জী বাড়িতে এখন বিষাদের সুর। তাই বিজয়ার দিন চলছে মাকে বরণের পালা। সম্প্রতি সিরিয়ালের ফ্যান পেজের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মডার্ন গুনগুন শাড়ি পরে মা দুর্গাকে বরণ করছে। আর নিজের লক্ষ্মীমন্ত বৌকে দেখে মুগ্ধ হয়ে যায় গুনগুনের ক্রেজি আর ড্যাডি।