খুড়কুটো (Khorkuto) সিরিয়ালের সৌজন্য গুনগুন (Soujanyo-Gungun) জুটি বাঙালি দর্শকদের বেশ প্রিয়। শুরু থেকে এখনো পর্যন্ত গুনগুনের মত একটা প্রাণবন্ত আর ছটফটে মেয়ের সাথে সম্ভির চরিত্রের সৌজন্যের কেমিস্ট্রি বেশ মনে ধরেছে দর্শকদের। অবশ্য সিরিয়ালের বিনোদনের এতটুকু অভাব নেই শুরু থেকেই। হাসি মজা থেকে রোমান্স এমনকি মান-অভিমান সবই আছে। তবে মুশকিল হল সিরিয়ালের সৌজন্য-গুনগুনের বিবাহবিচ্ছেদের পালা!
হ্যাঁ, মনে মনে একেঅপরের ভালোবাসায় ভরাডুবি হলেও মুখে কেউই প্রকাশ করতে চায় না। মান অভিমান হোক আর যায় হোক দুজনের এই দূরত্ব আরো বাড়তে চলেছে কারণ বিবাহবিচ্ছেদ হয়ে দ্বিতীয় বিয়ে হতে চলেছে গুনগুনের। যদিও গুনগুনের দ্বিতীয় বিয়ের পাত্রটি যে কে সেটা দর্শকেরা ঠিকই বুঝতে পেরেছে। মনের কথা মুখে আনতে সৌজন্যর পড়বার আর গুনগুনের বাবা মাইল তৈরী করেছেন প্ল্যান।
দ্বিতীয় বিয়ের নামে আসলে মেলবন্ধন হবে সৌজন্য আর গুনগুনের। বিবাহবার্ষিকীর দিনেই হয়তো আবারো বিয়ে দেবার ব্যবস্থা করা হয়েছে। তবে এই গোটা প্ল্যানটা জানে না সৌজন্য বা গুনগুন কেউই। সেই কারণেই দুজনেই ভাবছে সম্পর্কটা বোধয় এবার বিচ্ছন্নই হয়ে গেলো। এই চিন্তা মাথায় আসতেই মন কেঁদে উঠেছে দুজনের।
এদিকে শেষবারের মত সৌজন্যের সাথে দেখা করতে এসে রীতিমত কষ্টে বুক ফেটেছে গুনগুনের। বিয়ের পর হয়তো প্রথমবার সে প্রণাম করল সৌজন্যকে। প্রণামের পর আশীর্বাদ চাইতে সৌজন্যে মাথায় হাত বোলাতেই গুনগুন আর ধরে রাখতে পারেনি নিজেকে। সৌজন্যের বুকে মাথা রেখেছে। গুনগুনকে ওমনভাবে ব্যবহার করতে দেখে সৌজন্যও কিছুটা হতবাক হয়েছে ঠিকই।
View this post on Instagram
এরপর একেঅপরকে জড়িয়ে ধরে অঝোরে জল নেমেছে গুনগুন আর সৌজন্য দুজনেরই। না চাইতেও মনে মনেই হাজারো মান অভিমান যেন ভেঙে চুরমার হয়ে এক হতে চাইছে দুজন। কিন্তু রাগের বশে নেওয়া কিছু সিদ্ধান্তের জেরে মনের দূরত্ব মিটলেও মুখে আসেনি ভালোবাসার কথা। সেখানেই আটকে রয়েছে দুজনের প্রেমের গাড়ি। তবে আর হয়তো বেশিদিনের অপরীক্ষা নয়। হয়তো সিরিয়ালে আবারো মিল হতে চলেছে গুনগুন-সৌজন্যের তাও খুব শীঘ্রই।