বাঙালির বিনোদনের ডেলি ডোজ হল মেগা সিরিয়াল। আর বাংলার সিরিয়ালপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রথম সারির একটি সিরিয়াল হল স্টার জলসার খড়কুটো (Khorkuto)। বিগত বেশ কিছুদিন ধরেই এই সিরিয়ালের টিআরপি রেটিং ওঠানামা করলেও দর্শকদের মধ্যে এই সিরিয়াল জনপ্রিয়তা কমেনি আজও।
তাই সোশ্যাল মিডিয়া জুড়ে এই সিরিয়াল নিয়ে যতই ট্রোলিং আর সমালোচনা হোক না কেন দিনের শেষে এই সিরিয়াল দর্শকদের অত্যন্ত কাছের হয়েই থাকে।আর নতুন বছরের শুরুতেই খড়কুটো পরিবারে গুটি গুটি পায়ে এসেছে খুশির খবর। মা হতে চলেছে গুনগুন (Gungun)। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে পটকা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর হঠাৎই শরীর খারাপ হয় গুনগুনের।
বারবার বমি পাচ্ছে তার। আর এসব দেখে প্রথমে বাবিনের মনে হযহয়েছিল তার বৌয়ের জন্ডিস হয়েছে। একথা শুনে গুনগুনের ড্যাডি সহ বাড়ির বাকি সদস্যরা মুখ টিপে হাসতে শুরু করে। এসবের মধ্যেই সিরিয়ালে দেখা গেছে গুনগুন যে মা হতে চলেছে সে কথা বুঝতে বাকি নেই কারও।
আর এই সময় সৌজন্যও (Soujanya) তার বৌয়ের সেবা যত্নে কোনো ত্রুটি রাখছে না। ইতিমধ্যেই দেখা সকাল সকাল বাবিন তার বৌয়ের জন্য দুধ গরম করে নিয়ে এসেছে। ঘুম থেকে উঠেই ক্রেজির এসব কান্ড দেখে আকাশ থেকে পড়ে গুনগুন। সে কিছুতেই বুঝতে পারে না হঠাই কি হল ক্রেজির। তখন তাকে বাবিন জানায় গুনগুন যেমন মা হচ্ছে, সে তেমন বাবা হচ্ছে, তাই এইসময় সে তার বৌয়ের আদর যত্নে ত্রুটি রাখতে। চায় না
View this post on Instagram
সম্প্রতি সিরিয়ালের ফ্যান পেজের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে গুনগুন সৌজন্যর খুনসুটি। ভিডিও তে দেখা যাচ্ছে গুনগুন কে সৌজন্য বলছে সে তার জন্য একটা টেডি নিয়ে আসবে। কিন্তু গুনগুন বলতে শুরু করে আর আট, ন’মাসের মধ্যে তার কাছে তার কাছে তার নিজের টেডি চলে আসবে। ততদিনে সে তার সামনে বসে থাকা ধেড়ে টেডি দিয়ে কাজ চালিয়ে নেবে। বৌয়ের কাছে নতুন নাম পেয়ে খুশি সৌজন্যও।