বন্ধুদের সাথে সময় কাটানো পাগল আর জেদি একটা মেয়ের সাথে উচ্চ শিক্ষিত একজন গম্ভীর মানুষের বিয়ে। তারপর হুট করে করা সেই বিয়ে কিভাবে একেঅপরের প্রেমে বদলে যায় সেই কাহিনী নিয়েই শুরু হয়েছিল খড়কুটো (khorkuto)। এরপর বাংলা সিরিয়ালের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে সৌজন্য-গুনগুন (soujanyo-gunugn) জুটি। কিন্তু মনে প্রেমের টান থাকলেও কোথাও যেন খেই হারিয়ে ফেলেছে সম্পর্ক।
সৌজন্য আর গুনগুনের বিয়েটা প্রাথমিকভাবে একটি চুক্তিভিত্তিকভাবে হয়েছিল। একবছর একসাথে থাকব তারা, এই সময়ে পড়াশোনায় গোল্লা গুনগুনকে পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করানোর দায়িত্ব থাকবে সৌজন্যের ওপর। দেখতে দেখতে সেই এক বছর কেটে গেছে। পরীক্ষা দেবার সময় থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অনেক কিছু ঘটে গিয়েছে খড়কুটো পরিবারে।
হাজারো মান অভিমান আর খুনসুঁটি প্রেমের মুহূর্ত মন কেড়েছে দর্শকদের। তবে এবার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে গুনগুনের। পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছে গুনগুন। এদিকে সৌজন্যের সাথে গুনগুনের ডিভোর্স নিয়ে চরম উত্তেজনা চলছে সিরিয়ালে। কথায় কথায় আসছিলো ডিভোর্স প্রসঙ্গ। এবার গুনগুন পরীক্ষায় ভালোভাবে পাশ করে তার বাবা চাইছে ডিভোর্স ফাইনাল করে ফেলতে।
View this post on Instagram
শুধু তাই নয়, ডিভোর্সটা হয়ে গেলেই নাকি ভালো পাত্রের খোঁজ করে রেখেছেন কৌশিকবাবু। তার সাথে গুনগুনের বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন। তাও আবার সৌজন্য গুনগুনের বিবাহবার্ষিকীর দিনে। এই কথা শুনেই চমকে উঠেছে গুনগুন। সকলের সামনে মুখে কিছু না বললেও মনের ভিতরটা মোচড় দিয়ে উঠেছে গুনগুনের।
এখন দেখার বিষয় এটাই যে সিরিয়ালের আগামী পর্বে কি হতে চলেছে। কারণ গুনগুনকে যে সৌজন্য ভালোবাসে সেটা প্রথম প্রথম মুখে প্রকাশ করতে না চাইলেও এখন কিন্তু একেবারেই স্পষ্ট ভাবে বোঝা যায় যে পাগল মেয়েটাকেই ভালোবেসে ফেলেছে সৌজন্য। তাই তো বাপেরবাড়ি চলে গেলে মন খারাপ হয়, গুনগুনের জন্য চিন্তা হয়। এদিকে খড়কুটোপ্রেমী দর্শকেরাও চান যে একসাথে হয়ে যাক সৌজন্য-গুনগুন। এবার আসলে কি হবে সেটাই দেখার বিষয়।