• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাড়িতে নতুন প্রেম নিয়ে হুলুস্থুল! সাঁজির প্রেমিককে জেরার পর, ফুল ফ্যামিলি বসেছে জরুরি বৈঠকে

Published on:

Khorkuto,খড়কুটো,Gungun,গুনগুন,Soujanya,সৌজন্য,Sanji,সাঁজি,Sorot,Interview,ইন্টারভিউ,Full Family,পুরো পরিবার

সিরিয়াল প্রেমীদের কাছে অবসর সময়ে বিনোদনের অন্যতম অঙ্গ হল মেগা সিরিয়াল। সারাদিনের ব্যস্ততা থেকে সামান্য ফুসরত মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কম বেশি সকলেই। আর দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি মজার সিরিয়াল হল ‘খড়কুটো’ (Khorkuto)। সিরিয়ালের মিষ্টি জুটি গুনগুন(Gungun)-সৌজন্য (Soujanya)। ভক্তরা ভালোবেসে তাদের নাম দিয়েছেন সৌগুন।

Khorkuto,খড়কুটো,Gungun,গুনগুন,Soujanya,সৌজন্য,Sanji,সাঁজি,Sorot,Interview,ইন্টারভিউ,Full Family,পুরো পরিবার

তাই সিরিয়ালের প্রিয় জুটি সৌগুনকে নিয়ে বরাবরই দর্শকদের উৎসাহ থাকে চরমে। আর আজকের দিনে অনান্য সিরিয়ালের থেকে এই খড়কুটো সিরিয়ালকে আলাদা করে তুলেছে মুখার্জী বাড়ির যৌথ পারিবারিক সম্পর্কের দারুন রসায়ন। এই সিরিয়ালের অন্যতম ইউএসপি হল পারিবারের সকল সদস্যদের মিলেমিশে একসাথে থাকার গল্প। সাংসারিক কূটকচালিকে দূরে রেখে গুনগুন সৌজন্যর মিষ্টি প্রেমের গল্প শুরু থেকেই মন ছুঁয়েছে দর্শকদের।

Khorkuto,খড়কুটো,Gungun,গুনগুন,Soujanya,সৌজন্য,Sanji,সাঁজি,Sorot,Interview,ইন্টারভিউ,Full Family,পুরো পরিবার

তবে তারকাখচিত এই সিরিয়ালে গুনগুন সৌজন্য ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন আরও একাধিক চরিত্র। এই সিরিয়ালে দর্শকদের পছন্দের এমনই কয়েকটি চরিত্র হল পটকা,পটকার মেয়ে সাঁজি,চিনি, মিষ্টি বৌদি আর তার বর রিজু, রুপাঞ্জন। আর টিভির পর্দায় এই প্রিয় চরিত্রদের না দেখা পর্যন্ত গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের।

Khorkuto,খড়কুটো,Gungun,গুনগুন,Soujanya,সৌজন্য,Sanji,সাঁজি,Sorot,Interview,ইন্টারভিউ,Full Family,পুরো পরিবার

টিআরপি রেটিংয়ে ধাক্কা খেয়ে কিছুদিন আগেই সন্ধ্যার স্লট খুইয়েছে সিরিয়াল। তাই দর্শকদের ফেরাতে সদ্য সিরিয়ালের একঘেয়ে ট্রাকে এসেছে নতুন মোড়। আনা হয়েছে নতুন জুটি। তার জন্য গুনগুনের ননদ অর্থাৎ পটকার মেয়ে সাঁজির (Sanji) জীবনে হঠাৎ করে উদয় হয়েছে তার প্রেমিক শরৎ (Sorot)। পেশায় প্রফেসর এই প্রেমিক খানিকটা বাড়ির ছেলে বাবিনের মতোই গম্ভীর।


তার সাথেই সদ্য রেস্টুরেন্ট খেতে গিয়ে বাড়ির সবার সামনে ধরা পড়ে গিয়েছে সাঁজি। এরপর বাড়ির সবাই প্রথমে বকাঝকা করে। পরে সবাই মিলে দেখা করার জন্য তাকে রেস্টুরেন্টে ডেকে পাঠায়। সেখানে প্রেমিকা সাঁজির বাড়ির লোকজনের একের পর এক প্রশ্নবানে নাজেহাল অবস্থা হয় শরৎ- এর।

অন্যদিকে সাঁজির বাবা পটকা আর ছোট মা এই সম্পর্ক মানতে নারাজ। তাই তাদের বোঝাতে বড় মা, বাবিনের মা সহ সবাই মিলে বসিয়েছে গোল টেবিল বৈঠক। এই পর্বের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥