• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘খড়কুটো’ থেকে প্রেম এখন অতীত! সম্পর্কে ফাটল ধরতেই সায়ন্ত প্রসঙ্গে বিস্ফোরক প্রিয়াঙ্কা

Published on:

Khorkuto Sayanta Priyanka breakup rumour

বাংলা টেলি দুনিয়ার এক জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন সায়ন্ত মোদক এবং প্রিয়াঙ্কা মিত্র (Sayanta Modak and Priyanka Mitra)। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘খড়কুটো’তে (Khorkuto) অভিনয় করতে গিয়েই সায়ন্ত প্রিয়াঙ্কার মধ্যে প্রেমের সূত্রপাত ঘটে। সিরিয়ালের সেট থেকেই বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্ক গড়ায় প্রেমে।

বিনোদন জগতে সম্পর্ক যেমন গড়ে ভাঙতেও তেমনি সময় লাগে না এক মুহূর্তও। একই সিরিয়ালের অভিনয় করতে গিয়ে সিরিয়ালের সেট থেকে নায়ক নায়িকাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কটাও তেমনি নতুন কিছুই নয়। বিনোদন জগতে এমনই সেলিব্রেটি তারকাদের উদাহরণ রয়েছে ভুরি ভুরি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খড়কুটো,Khorkuto,সায়ন্ত মোদক,Sayanta Modak,প্রিয়াঙ্কা মিত্র,Priyanka Mitra,বিচ্ছেদ গুঞ্জন,Breakup Rumour,প্রতিক্রিয়া,Reaction

খুব বেশিদিন হয়নি এই তারকা জুটির সম্পর্কের বয়স। এরই মধ্যে টেলিপাড়ার জোর গুঞ্জন (Rumour) সায়ন্ত প্রিয়াঙ্কার নাকি বিচ্ছেদ (Break Up) হয়ে গিয়েছে। কিন্তু কেন? আসলে ইদানিং সোশ্যাল মিডিয়ায় একসাথে কোন ছবি দিতে দেখা যাচ্ছে না এই জনপ্রিয় জুটিকে।

প্রসঙ্গত সায়ন্ত-প্রিয়াঙ্কার অনুরাগীরা জানেন সম্পর্কে থাকাকালীন হামেশাই এদিক-ওদিক ঘুরতে যাওয়া থেকে শুরু করে কোন বিশেষ দিনে একসাথে ছবি দিতে ভুলতেন না তাঁরা । কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেও দুজনকে একই ফ্রেমে দেখা যাচ্ছে না। আর তাতেই অনেকের ধারণা, বাকিদের মতো এবার বিচ্ছেদের পথে হাঁটছেন সায়ন্ত-প্রিয়াঙ্কা জুটিও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খড়কুটো,Khorkuto,সায়ন্ত মোদক,Sayanta Modak,প্রিয়াঙ্কা মিত্র,Priyanka Mitra,বিচ্ছেদ গুঞ্জন,Breakup Rumour,প্রতিক্রিয়া,Reaction

কিন্তু আসল সত্যিটা কি? তা জানতে সম্প্রতি আনন্দবাজার অনলাইনে তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রের সাথে। সায়ন্তের সাথে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেও বিষয়টা এখনই পুরোপুরি খোলসা করতে চাননি অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খড়কুটো,Khorkuto,সায়ন্ত মোদক,Sayanta Modak,প্রিয়াঙ্কা মিত্র,Priyanka Mitra,বিচ্ছেদ গুঞ্জন,Breakup Rumour,প্রতিক্রিয়া,Reaction

তাই খানিকটা ধোঁয়াশা রেখেই প্রসঙ্গে অভিনেত্রীর জবাব ‘আমি জানি না কেন এই কথা রটানো হচ্ছে। খুব অসুস্থ আমি। তবে যদি বিচ্ছেদ হয় নিশ্চয়ই আগামী দিনে জানতে পারবে সবাই। আবার একসঙ্গে থাকলেও জানা যাবে’। শেষে অভিনেত্রী বলেন ‘এই মুহূর্তে আমি এই বিষয়ে এর থেকে বেশি কিছুই বলতে চাই না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥