বেজে গেছে ভোটের দামামা (Election)। ইতিমধ্যেই বিনোদন জগতের অসংখ্য তারকারা পা রেখেছেন রাজনীতিতে। শুক্রবার বিজেপিতে (BJP) যোগ দিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা কৌশিক রায় (Koushik Roy)। বর্তমানে স্টার জলসার ‘খড়কুটো’ (Khorkuto) নামক ধারাবাহিকে মুখ্য চরিত্র সৌজন্যের ভূমিকায় অভিনয় করছেন তিনি।

এদিন বিজেপির রাজ্য সভাপতি (Dilip Ghosh) এর হাত থেকে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন কৌশিক। যদিও কৌশিকের বিজেপিতে যোগ দেওয়ার ঘটনায় অনেকেই প্রায় আকাশ থেকে পড়ছেন। রাজনীতির ময়দানে বা রাজনীতি সংক্রান্ত কোনো বিষয়েই এর আগে মন্তব্য করতে দেখা যায়নি তাকে। তাই অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা।
অন্য বসন্ত ছবিতে অসাধারণ অভিনয়ের পর অসংখ্য নারী হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা৷ কিন্তু হঠাৎ কৌশিকের রাজনীতিতে নামার ঘটনায় অনেক মহিলা ভক্তই বেশ আশাহত। খড়কুটোর আগে ফাগুনবউ, বোঝেনা সে বোঝেনা সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন কৌশিক, এছাড়াও তিনি একজন নাট্যকর্মী। আজ দীলিপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন কৌশিক, সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও, এব্যাপারে এখনও কোনোরকম মুখ খোলেননি কৌশিক।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই টলিউড অভিনেতা সৌরভ দাস (Sourav Das), জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Kousani Mukherjee) যোগ দিয়েছেন তৃণমূলে। এই রাজনীতির চক্করে ইতিমধ্যেই যে গোটা টলিপাড়া আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।














