এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali serial) হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় অভিনীত এই সিরিয়ালের জনপ্রিয়তা দেখার মতো। গত এক বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে এই সিরিয়াল। দেখতে দেখতে ‘গাঁটছড়া’র প্রত্যেক শিল্পী হয়ে উঠেছেন দর্শকদের ঘরের সদস্য। বিশেষত নায়ক-নায়িকা ঋদ্ধিমান (Riddhiman) এবং খড়ির (Khori) জনপ্রিয়তা দেখার মতো।
‘গাঁটছড়া’র নিয়মিত দর্শকরা জানেন, অনিচ্ছা সত্ত্বেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শহরের নামী ব্যবসায়ী ঋদ্ধি এবং মধ্যবিত্ত পরিবারের গুণী মেয়ে খড়ি। শুরুর দিকে পছন্দ না করলেও সময়ের সঙ্গে একে অপরকে ভালোবেসে ফেলেন তাঁরা। কিন্তু ঠিক সেই সময়ে তাঁদের ভালোবাসায় ভাঙন ধরাতে চলে আসেন মিস্টার ডি। সম্পর্কে যিনি আবার ঋদ্ধির কাকা।
![Gaatchora Riddhi and Khori](https://bongtrend.com/wp-content/uploads/2023/02/Gaatchora-Riddhi-and-Khori.jpg)
ডি খড়িকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করলেও সে ঠিক বেঁচে যায়। কিন্তু স্মৃতি হারিয়ে সে হয়ে ওঠে নামী ডিজাইনার এবং ডি’স ডায়মন্ডসের এমডি ঈশা। ডি’র স্ত্রী খড়িকে এমনভাবে ভুল বোঝান যে স্মৃতি হারানোর পর সে সিংহ রায় পরিবারকে নিজের শত্রু ভাবতে শুরু করে। তাঁদের ধ্বংস করাই হয়ে ওঠে খড়ির একমাত্র লক্ষ্য।
যদিও ঈশা শত অপমান করলেও ঋদ্ধি ঠিক বুঝতে পারে সে তাঁরই স্ত্রী। সেই জন্যই নানানভাবে তাঁর কাছাকাছি থাকার চেষ্টা করে সে। সেই সঙ্গেই স্ত্রীয়ের স্মৃতি ফেরানোর চেষ্টাও করতে থাকে। এসবের মাঝেই ধারাবাহিকে এসে গেল একটি বিরাট টুইস্ট।
এতদিন ধরে ‘গাঁটছড়া’র দর্শকরা খড়ির স্মৃতি ফেরার অপেক্ষা করছিলেন। কিন্তু কিছুতেই আসছিল না সেই দিন। তবে অবশেষে ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা গেল, স্মৃতি ফিরে এসেছে তাঁর। কিন্তু স্মৃতি ফিরলেও ‘খড়িদ্ধি’র ওপর নেমে আসে একটি বিরাট বিপদ।
![Gaatchora new promo](https://bongtrend.com/wp-content/uploads/2023/02/Gaatchora-new-promo.jpg)
‘গাঁটছড়া’র নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, শহরের একটি নামী পরিবারের বিয়ের আসর বসেছিল জাহাজের মধ্যে। কিন্তু সেই জাহাজ ডুবে যাওয়ার পর থেকে আর ঋদ্ধি আর ঈশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরদিকে দেখা যায়, জল থেকে উঠে জঙ্গলের মধ্যে পালাচ্ছে খড়ি এবং ঈশা। তাঁদের পিছু নিয়েছে বেশ কিছু গুণ্ডা।
‘খড়িদ্ধি’কে ধাওয়া করতে করতে তাঁদের ধরে ফেলে সেই গুণ্ডারা। তবে ঋদ্ধির দিকে যে মুহূর্তে তাঁরা বন্দুক তাক করে সেই সময়ই ফিরে আসে খড়ির স্মৃতি। ‘ঋদ্ধিমান বাবু’ চিৎকার করে সেই গুলি বুক পেতে নেয় সে। বৌকে গুলি খেতে দেখে হতবাক হয়ে যায় ঋদ্ধি। এবার দেখার, সমস্ত বিপদ কাটিয়ে কীভাবে এক হয় দর্শকদের প্রিয় ‘খড়িদ্ধি’।