• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়ায় বিরক্ত লাগে! সিনেমা মুক্তির আগে অকপট ‘খড়ি’ সোলাঙ্কি

Published on:

Khori actress Solanki Roy opens up about her personal life

বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোলাঙ্কি রায় (Solanki Roy)। তবে  সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসলেও ছোট পর্দার দর্শকদের কাছে আজও সমান জনপ্রিয় ‘গাঁটছড়া’ সিরিয়ালে তাঁর অভিনীত খড়ি (Khori) চরিত্রটি। ইদানিং সিরিয়াল থেকে ছুটি নিয়ে নিজের মতো করেই  ছুটি উপভোগ করছেন অভিনেত্রী।

সেইসাথে রয়েছে আসন্ন সিনেমা ‘শহরের উষ্ণতম দিনে’ (Sohorer Ushnatama Dine) প্রচারের কাজ। এই সিনেমার হাত ধরেই দর্শকরা ফিরে পেতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি মেঘলা-অনুরাগ অর্থাৎ সোলাঙ্কি রায় এবং বিক্রম চ্যাটার্জিকে। আগামী ৩০ জুন মুক্তি পেতে চলেছে এই সিনেমা।  তার আগে সম্প্রতি আনন্দবাজার অনলাইনে সাথে খোলামেলা আড্ডায় বসে ছিলেন সোলাঙ্কি।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,খড়ি,Khori,গাঁটছড়া,Gantchora,সোলাঙ্কি রায়,Solanki Roy,বিক্রম চ্যাটার্জী,Vikram Chatterjee,শহরের উষ্ণতম দিনে,Shohorer Ushnotomo Dine,আসন্ন সিনেমা,Upcoming Cinema,গসিপ,Gossip,অজানা কথা,Unknown Fact

বর্তমানে সোলাঙ্কির হাতে কোনো সিরিয়ালের কাজ নেই। কিন্তু অনুরাগীরা তাঁকে আবারও ছোট পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন। অনেকের ক্ষেত্রেই  দেখা যায় ছোটপর্দা থেকে বিরতি নেওয়ার পর বেশ কিছুদিন পর থেকে একটুতেই মন খুঁতখুঁত করতে থাকে। তবে এপ্রসঙ্গে সোলাঙ্কি জানিয়েছেন তিনি ঠিক ওভাবে কাজ করতে পারেন না তার নিজস্ব একটা ছুটির প্রয়োজন হয়।

সোলাঙ্কির কথায় ছুটি উপভোগ করার পরেই নাকি পরবর্তী কাজটা করার উৎসাহ পান তিনি। প্রসঙ্গত অভিনয় জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা তাঁদের অভিনয় জীবনের শুরুটা ছোট পর্দা দিয়ে করলেও পরবর্তীতে বড় পর্দায় অভিনয় করেও পেয়েছেন বিরাট সাফল্য। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত ছোট পর্দা থেকে বড় পর্দায় আসা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এখনও রয়েছে বেশ কিছু ছুৎমার্গ।

Solanki Roy, Solanki Roy web series, Solanki Roy comeback

এ প্রসঙ্গে সোলাঙ্কি জানিয়েছেন তিনি মনে করেন এটা একতরফা ধারণা মাত্র। এ প্রসঙ্গে তিনি বলিউড বাদশা শাহরুখ খানের উদাহরণ দিয়ে বলেছেন শাহরুখ খান তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন সিরিয়ালের মাধ্যমে।  আমার মনে হয় যদি কেউ ভালো অভিনেতা হন তিনি একটা সময়ের পর সিরিয়াল থেকে সিনেমায় আসতেই পারেন।  টেলিভিশনের অভিনেতারা কিন্তু টেকনিক্যাল বিষয় নিয়ে আরো অনেক বেশি জানেন।

অভিনেতাদের অনেকেই এখন তাঁদের চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। এ প্রসঙ্গে এদিন সোলাঙ্কি জানিয়েছেন তিনি নিজের ভাবমূর্তি নিয়ে সচেতন নন বরং নিজের ব্যক্তিত্ব নিয়ে অনেক বেশি সচেতন। কার সাথে তিনি কেমন ব্যবহার করছেন সেটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ।সোলাঙ্কির কথায় ‘ইমেজ নিয়ে সচেতন হলে আর অভিনেতা হিসেবে নিজেকে ভাঙতে পারবো না। একটা গণ্ডির মধ্যে থাকতে হবে’।

Gaatchora Khori, Solanki Roy, Solanki Roy vacation

জনপ্রিয়তার সাথে সাথে দিন দিন অভিনেত্রীকে নিয়ে ট্রোলিংয়ের পরিমাণও বাড়ছে সোশ্যাল মিডিয়ায়। কাঁটাছেড়া চলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। এ প্রসঙ্গে দিন সোলাঙ্কি বলেছেন ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া হলে তার খারাপ লাগেনা ঠিকই কিন্তু বিরক্ত লাগে। সোলাঙ্কির কথায় ‘মানুষ গসিপ ভালোবাসে। তাই সিরিয়ালে কুটকচালি হলেই টিআরপি তরতরিয়ে বেড়ে যায়। আমরা ভন্ড তাই প্রকাশ্যে শিকার করি না। কিন্তু আড়ালে সবাইগসিপ করি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥