• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবার মতো দুটো বিয়ে করব না! খুকুর দ্বিতীয় বিয়ে আটকাতে মন্ডপ ছেড়ে বউ ছেড়ে পালাল ‘পাগল’ বিহান

Published on:

খুকুমণি হোম ডেলিভারি,বিহান,স্টার জলসা,খুকুমণি,বিয়ে,khukumoni home delivery,bihan,star jalsha,wedding

এই মুহুর্তে TRP তালিকায় রীতিমতো ঝড় তুলে দিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি। আজ জি বাংলায় একা রাজ করে যাওয়া ‘মিঠাই’ যেখানে পঞ্চম স্থানে এসে পৌঁছেছে সেখানে লাগাতার টিকে রয়েছে এই ধারাবাহিক। এমনকি প্রথম দিকে বেশ কয়েকবার মিঠাইকেও নিজের জায়গা থেকে টলিয়ে দিয়েছিল খুকুমণি।

নাটকীয় ভাবে প্রথম বার বিয়ে হয়েছিল খুকু বিহানের। কিন্তু বড়লোক বাড়ির বিহানের স্ত্রী হিসেবে খুকুকে কখনোই মেনে নিতে চায়নি তার পরিবার। তাই দ্বিতীয় বার বিহান এবং খুকুমণিকে জোর করে বসানো হয় বিয়ের পিঁড়িতে। কিন্তু কথায় আছে পাগলেও ভালোবাসা বোঝে। তাই জোর করে দেওয়া বিয়ের আসর ছেড়ে পালায় বিহান।

খুকুমণি হোম ডেলিভারি,বিহান,স্টার জলসা,খুকুমণি,বিয়ে,khukumoni home delivery,bihan,star jalsha,wedding

বিহানের সৎ মায়ের অত্যাচার আর ষড়যন্ত্রের শিকার হয়েই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে হয় দুজনকেই। শুরুতে হোম ডেলিভারি দেওয়ার সুবাদেই চৌধুরী বাড়িতে প্রবেশ করেছিল খুকু, কিন্তু পরে সে এই বাড়ির বউ হয়ে ওঠে। যা মানতে পারেনি অনেকেই। কিন্তু বিহানের উপর আসা সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে একা হাতে লড়াই করত খুকু। আর সেকারণেই খুকু ছিল চৌধুরী বাড়ির পথের কাটা।

Khukumoni Fulsojya

ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গিয়েছে বড় চমক। একই লগ্ন, একই দিনে বিহান আর খুকুর আলাদা আলাদা পাত্র এবং পাত্রীর সাথে বিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু বিয়ের আসরে একেবারে বর সেজে বসেছিল বিহান। সেখানেই তাকে বলতে শোনা যায়, ‘আমি বাবার মতো দুটো বিয়ে করব না, আমি খুকুকে ভালোবাসি’।

শেষে গায়ের জোরেই মন্ডপ ছেড়ে বেরিয়ে রাস্তায় নেমে কাঁদতে কাঁদতে খুকুর কাছে পৌঁছে বিহান দেখে খুকুকেও ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। খুকুকে এই অবস্থায় দেখে চমকে ওঠে বিহান। তবে কি এবার মিলন হবে খুকু বিহানের? দেখতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥