• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

 নাচ আর অভিনয় তো আছেই জিমন্যাস্টিকসেও পারদর্শী ফড়িং! রইল খেয়ালীর স্ট্রেচিং-এর ভিডিও 

বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। দিনে দিনে সিরিয়াল আর বিনোদন কথাটি যেন একে অপরের পরিপূরক নয় উঠেছে। আর এখন তো সিরিয়াল ছাড়া এক মুহূর্তও চলতে পারেন না সিরিয়ালের পোকা দর্শকরা।তবে তবে সপ্তাহ জুড়ে চলতে থাকা একঘেয়ে সিরিয়ালের মধ্যেই দর্শকদের স্বাদ বদল করতে এখন খুব বেশি করে জোরে দেওয়া হচ্ছে।

তাই একঘেয়ে সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া নয় বরং দর্শকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আসছে ভিন্ন স্বাদের নারীকেন্দ্রিক সিরিয়াল। বাংলা টেলিভিশিন জগতে এমনই এক ভিন্ন স্বাদের সিরিয়াল হল আলতা ফড়িং (Alta Phoring)। ধারাবাহিকে নায়িকা আলতা ফড়িং নস্করের চরিত্রে অভিনয় করছেন টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ খেয়ালি মন্ডল (Kheyali Mondal)।

   

খেয়ালি মন্ডল,Kheyali Mondal,আলতা ফড়িং,Alta Phoring,জিমন্যাস্টিকস,Gymnastics,স্ট্রেচিং,Streaching,Viral,ভাইরাল,Video,ভিডিও

এতদিনে অনেকেই হয়তো জানেন অভিনয় ছাড়াও একাধিক গুণ রয়েছে এই অভিনেত্রীর। সিরিয়ালের চরিত্রের মতোই বাস্তবেও দারুণ জিমন্যাস্টিকস করতে পারেন খেয়ালি। জানা যায়  ক্লাস ফাইভ থেকেই নিয়মিত জিমন্যাস্টিকস শিখেছেন তিনি। বর্তমানে ভাগ্যচক্রে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিলেও ছোট থেকেই নাচ ভালোবাসেন খেয়ালি।

খেয়ালি মন্ডল,Kheyali Mondal,আলতা ফড়িং,Alta Phoring,জিমন্যাস্টিকস,Gymnastics,স্ট্রেচিং,Streaching,Viral,ভাইরাল,Video,ভিডিও

আর তিনি নিজেও নাচেও  দারুন পারদর্শী। মূলত নাচের কারণেই নাকি জিমন্যাস্টিকস শিখেছিলেন খেয়ালি,এমনকি এখনও তার সেই অভ্যাস রয়ে গিয়েছে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হতে দেখা যায় খেয়ালীর নাচ কিংবা জিমন্যাস্টিকসের ভিডিও । আজও তেমনি সোশ্যাল একটি রীল ভিডিও শেয়ার করেছিলেন পর্দার ফড়িং।

খেয়ালি মন্ডল,Kheyali Mondal,আলতা ফড়িং,Alta Phoring,জিমন্যাস্টিকস,Gymnastics,স্ট্রেচিং,Streaching,Viral,ভাইরাল,Video,ভিডিও

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং একটি  স্ট্রেচিং (Streaching)-এর ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।প্রসঙ্গত নাচ, অভিনয় এবং জিমন্যাস্টিকসের পাশাপাশি দারুন ফিটনেস ফ্রিক পর্দার ফড়িং। অভিনেত্রীর চাবুক ফিগার দেখেই তা স্পষ্ট বোঝা যায়। প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় খেয়ালীর এই স্ট্রেচিং-এর ভিডিওটি ভাইরাল হয়েছে নিমেষের মধ্যে। ইতিমধ্যেই  ইনস্টাগ্রামে ভিডিওটিতে প্রায় ২ হাজার লাইকও পরে গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Kheyali Mondal (@kheyaliofficial)

site