• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দু’টো বউ থাকলেই TRP বাড়ে, লোকে মেয়েদের কষ্ট দেখতে চান! বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক খেয়ালী

বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন খেয়ালী দস্তিদার (Kheyali Dastidar)। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে বহু দর্শকের মন জয় করেছেন তিনি, আদায় করেছেন ভালোবাসা। এই মুহূর্তে জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালের অভিনয় করছেন খেয়ালী। একটি বাংলা ধারাবাহিকে কাজ করতে করতেই এবার সিরিয়ালের বহুবিবাহ ট্র্যাক নিয়ে বোমা ফাটালেন অভিনেত্রী।

সাম্প্রতিক অতীতে বাংলা সিরিয়ালের কনটেন্টের বিরুদ্ধে সরব হয়েছেন একাধিক দর্শক। নায়কের একাধিক বিয়ে থেকে শুরু করে পরকীয়া হয়ে কূটকচালি- ধারাবাহিকের এমন ট্র্যাকের কারণে সমাজ দূষিত হচ্ছে বলেও দাবি করেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে দেদার ট্রোলিং তো চলতেই থাকে।

   

Sreemoyee, Bengali serial

ধারাবাহিক নির্মাতাদের মতে, দর্শকরা এমন ট্র্যাক দেখেন বলেই সিরিয়ালে এমন গল্প দেখানো হয়। টেলি ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী খেয়ালী দস্তিদারও এমনটাই মনে করেন। তাঁর কথায়, ‘দু’টো বউ এখন খুব সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। এমনটা অনেকদিন ধরেই চলছে’।

ঝিলমিলের শাশুড়ির সংযোজন, ‘দু’টো প্রেমিক অথবা বর হলে কিন্তু আবার চলবে না। দর্শকরা মেয়েদের দুঃখটাই দেখতে চান। তাহলেই তাঁরা সিরিয়াল দেখবেন। এই বিষয়টা আসলে গোল সার্কেলের মতো’। অভিনেত্রীর কথায়, দর্শকরা দেখছেন বলেই সিরিয়ালে এমন ট্র্যাক আসছে।

Kheyali Dastidar, Kheyali Dastidar on Bengali serial

খেয়ালীর কথায়, ‘সবাই বলছেন দর্শকরা দেখছেন সেই জন্য দু’টো বউ আসছে। যখন দু’টো বউ থাকছে না, কিংবা অন্য কোনও টপিক আসছে তখন টিআরপি আসছে না। টিআরপি আনার জন্য ফের দু’টো বউ নিয়ে আসা হচ্ছে। এখন টিআরপি সবকিছুর ভগবান হয়ে গিয়েছে’। সম্প্রতি এক নামী ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় এই নিয়ে মুখ খোলেন খেয়ালী।

যদিও খেয়ালী প্রথম নন, এর আগে ‘আয় তবে সহচরী’ অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। সিরিয়ালে পরকীয়া দেখানো প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘দর্শকরা দেখতে চান বলেই এমনটা দেখানো হয়। কলেজ-পড়াশোনা এসব দেখানো হলে টিআরপি কমে যাচ্ছে। দর্শকদের প্রশ্ন, কেন তাঁরা এমন সেকেলে জিনিসপত্র দেখে সিরিয়ালের টিআরপি বাড়ায়?’

site