• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুল অন মেকআপ করে চিতা থেকে বেঁচে ফিরল মিতুল! অবশেষে ট্রোলিংয়ের জবাবে মুখ খুললেন আরাত্রিকা

Published on:

Khelnabari serial Mitul actress Aratrika Maity's reaction on social media trolling

সিরিয়ালপ্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের একটি চরিত্র হল জি বাংলার ‘খেলনাবাড়ি’ (Khelnabari) সিরিয়ালের নায়িকা মিতুল। ধারাবাহিকে মিতুলের (Mitul) চরিত্রে অভিনয় করছে জনপ্রিয়  টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। শুরু থেকেই মিতুলের চরিত্রে তার সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের।

পর্দার মিতুল স্পষ্টবাদী। কোনো অন্যায় মুখ বুজে সহ্য করার মেয়ে সে নয়। আর এখানেই আর পাঁচটা সিরিয়ালের নায়িকা থেকে একেবারে আলাদা মিতুল। তাই দর্শকরাও বলেন আজকের দিনে প্রত্যেক ঘরে ঘরে মিতুলের মতো মেয়েই দরকার। যে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি সত্যি কথা জানাবে মুখের ওপর।

খেলনাবাড়ি,Khelnabari,মিতুল,Mitul,আরাত্রিকা মাইতি,Aratrika Maiti,জন্মদ্দিন,Birthday,ট্রোলিং,Trolling,প্রতিক্রিয়া,Reaction

প্রসঙ্গত যারা নিয়মিতএই সিরিয়াল দেখেন তারা সকলেই জানেন সদ্য গুলি লেগেছিল মিতুলের পেটে। অপারেশন করে সেই গুলি বার করার পর জ্ঞান ফিরে এসেছিল মিতুলের। কিন্তু তারপরেই তাকে ইনজেকশন দিয়ে ডিপ কোমায় পাঠিয়ে দিয়েছে রণো। যার ফলে এই মুহূর্তে অনুরাধা আর দেওর রণোর চক্রান্তে শরীরে প্রাণ থাকলেও আধমরা হয়ে পড়ে আছে মিতুল।

খেলনাবাড়ি,Khelnabari,মিতুল,Mitul,আরাত্রিকা মাইতি,Aratrika Maiti,জন্মদ্দিন,Birthday,ট্রোলিং,Trolling,প্রতিক্রিয়া,Reaction

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে হাসপাতাল থেকে চিকিৎসকরা মিতুলকে ডেথ সার্টিফিকেটও দিয়েছে।কারণ তখন মনিটরে হর্টবিট দেখা যাচ্ছিল না। এরপর  চিতায় পর্যন্ত তোলা হয়েছিল মিতুলকে। বাকি ছিল মুখাগ্নি করা। কিন্তু শেষ পর্যন্ত মিতুলের ভোলেবাবা আর মা কালির আশীর্বাদে চমৎকার ঘটে। চিতা থেকেই ঝুলে পরে মিতুলের হাত। আর তাতেই পেশায় ডাক্তার কলির সন্দেহ দানা বাঁধে। তাই সবাইকে থামিয়ে কলি দৌড়ে গিয়ে আগে মিতুলের পায়ের পাতা চেপে ধরে। তাতেই সে বুঝতে পারে মিতুলের শরীরে প্রাণ রয়েছে এখনও।

খেলনাবাড়ি,Khelnabari,মিতুল,Mitul,আরাত্রিকা মাইতি,Aratrika Maiti,জন্মদ্দিন,Birthday,ট্রোলিং,Trolling,প্রতিক্রিয়া,Reaction

ব্যাস এই দৃশ্য দেখেই সোশ্যাল শুরু হয় ব্যাপক ট্রোল(Troll)। কারও প্রশ্ন ‘লেখিকা কী বলতে চেয়েছেন? কিছুই তো ঠিক করে বুঝলাম না! ডাক্তাররা এত কিছু করেও বুঝল না যে ওর হার্ট কাজ করছে।’ আবার কারও দাবি ‘গল্পের গরু গাছে উঠে গিয়েছে’। তো কেউ আবার মেক আপ করে মিতুলের চিতায় ওঠার বিষয়টিকে ট্রোল করে লিখেছেন ‘এত মেকাপ করে চিকনচাকন হয়ে কে চিতায় উঠে ভাই?’

 

Aratrika Maity

এ তো গেল দর্শকদের কথা। কিন্তু এপ্রসঙ্গে কি প্রতিক্রিয়া (Reaction) খোদ নায়িকা মিতুলের? সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া  সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘বিষয়টা আমার বেশ ভালোই লাগছে। আমি উপভোগই করছি গোটা বিষয়।’ তবে অভিনেত্রীর কথায় অনেকে আবার ভাবছেন তিনি সত্যিই অসুস্থ। তাই খোঁজ খবরও নিচ্ছেন কেউ কেউ। প্রসঙ্গত ১৩ ডিসেম্বর ছিল অভিনেত্রীর জন্মদিন (Birthday)। অর্থাৎ সদ্য ১৮-তে পা দিয়েছেন অভিনেত্রী। সিরিয়ালের সেটেই মৃত্যু শয্যার শুটিং করেই এবছর নিজের জন্মদিন কাটিয়েছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥