বাংলা টেলিভিশন (Television) দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন আয়েন্দ্রী রায় (Ayendri Roy)। খলনায়িকা হিসেবে কাজ করেছেন বহু জনপ্রিয় ধারাবাহিকে। স্টার জলসা, জি বাংলার (Zee Bangla) মতো নামী বিনোদনমূলক চ্যানেলের সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রীই সোশ্যাল মিডিয়ায় ‘বেশরম’ অবতারে ধরা দিলেন। মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে আয়েন্দ্রীর সেই ভিডিও।
টেলি দুনিয়ার এই জনপ্রিয় খলনায়িকার (Villain) কেরিয়ার শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। এরপর অভিনয় জগতে পা রাখেন তিনি। স্টার জলসার ‘আদরিনী’র মাধ্যমে অভনেত্রী হিসেবে কেরিয়ার শুরু হয় আয়েন্দ্রীর। এরপর থেকে কাজ করেছেন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে। কখনও তাঁকে দেখা গিয়েছে ‘আলতা ফড়িং’য়ে পৌষালীর চরিত্রে, কখনও আবার ‘খেলনা বাড়ি’তে (Khelna Bari) অনুরাধার চরিত্রে।
আয়েন্দ্রী এমন একজন অভিনেত্রী যিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর। সেখানে বেশ অ্যাক্টিভও থাকেন তিনি। মাঝেমধ্যেই নানান রূপে, নানান সাজে সেখানে ধরা দেন তিনি। সম্প্রতি যেমন ইনস্টাগ্রামে ‘বেশরম’ (Besharam Rang) অবতারে দেখা দিলেন অভিনেত্রী।
আয়েন্দ্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, সবুজ রঙের একটি মনোকিনি পরে কখনও জলকেলি করছেন তিনি, কখনও আবার সুইমিং পুল থেকে উঠে আসছেন। নজর কেড়েছে অভিনেত্রীর আবেদনশীল অভিব্যক্তি।
সংশ্লিষ্ট ভিডিওটি শেয়ার করে ‘খেলনা বাড়ি’র অনুরাধা ক্যাপশনে লিখেছেন, ‘ভদ্রতার নেশা হতেই সেটা আমি খুলে ফেলে দিয়েছি’। শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গানের একটি লাইনই নিজের ভিডিওর ক্যাপশন হিসেবে ব্যবহার করেছেন আয়েন্দ্রী। সেই সঙ্গেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডেও বাজছিল সেই গানই।
View this post on Instagram
আয়েন্দ্রীর শেয়ার করা এই উষ্ণ ভিডিওয় ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাঁর অনুরাগীরা। একজন যেমন লিখেছেন, ‘উফ! তোমার এই লুক দেখে তো ঘায়েল হয়ে গেলাম’। আর একজন আবার লিখেছেন, ‘তুমি বাস্তবে এতখানি সুন্দরী!’ উলেখ্য, ছোট থেকেই মডেলিং এবং অভিনয় জগতের প্রতি টান ছিল আয়েন্দ্রীর। তবে অল্প বয়সে মডেলিংকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। প্রচুর নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এরপর অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি। আজ অভিনয় দিয়েই পৌঁছে গিয়েছেন সাফল্যের শীর্ষে।