• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নকল অন্তরার খেল খতম! মিতুলের জীবন ছারখাড় করতে আসছে আরেক নায়িকা, ফাঁস খেলনা বাড়ির আগাম ট্র্যাক

জি বাংলার অন্যতম সেরা সিরিয়াল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এই সিরিয়ালের নায়িকা মিতুল (Mitul) এককথায়  দু’হাতে দশভুজা। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। আর তাঁর বিপরীতে ইন্দ্র (Indra) চরিত্রে দেখা যাচ্ছে ‘কে আপন কে পর’ খ্যাত পরম অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে (Biswajit Ghosh)।

 শুরু থেকেই টিভির পর্দায় মিতুলের সাবলীল অভিনয় ছাপ ফেলেছে দর্শকমহলে। ইতিমধ্যেই বাংলা সিরিয়ালের ‘লেডি রঞ্জিত মল্লিক’ হয়ে উঠেছে লাহিড়ী বাড়ির এই দাপুটে বৌমা। অনুরাগীদের কাছে সবসময় বেশি নম্বর পেয়ে টিআরপিতেও এগিয়েই থাকে এই সিরিয়াল। ঘূর্ণির মেয়ে মিতুল পাল অন্যায় দেখলেই দুহাত মুঠো করে সবসময় একেবারে মারমুখী হয়ে ওঠে। এই সিরিয়ালের দর্শকরা ইতিমধ্যেই যার প্রমাণ পেয়েছেন বহুবার।

   
জি বাংলা,Zee Bnagla,খেলনা বাড়ি,Khelna Bari,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিতুল,Mitul,ইন্দ্র,Indra,নকল অন্তরা,Fake Antara,আসল অন্তরা,Real Antara,প্রোমো,New Promo,মহাশিবরাত্রি,Mahashivaratri
তবে যাই হোক না কেন পর্দার প্রতিবাদী মিতুল এখন দর্শকদের একেবারে ঘরের মেয়ে। টিআরপি তালিকায় এগিয়ে থাকতে প্রায় প্রতি সপ্তাহেই নতুন চমক থাকে এই সিরিয়ালে। মাঝে মধ্যেই দেখা যায় আজগুবি ঘটনা। যার জন্য গুগলির মিতুল মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংও কম হয় না। তবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বরাবরই দর্শকদেড় মন জয় করে নিয়েছে মিতুলের দুর্দান্ত অভিনয়। যা দেখে বারেবারে দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।
জি বাংলা,Zee Bnagla,খেলনা বাড়ি,Khelna Bari,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিতুল,Mitul,ইন্দ্র,Indra,নকল অন্তরা,Fake Antara,আসল অন্তরা,Real Antara,প্রোমো,New Promo,মহাশিবরাত্রি,Mahashivaratri
এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন মিতুলকে বিপদে ফেলতে কিছুদিন আগেই লাহিড়ী বাড়িতে ভাড়া করা নকল অন্তরা নিয়ে এসেছে রণো আর অনুরাধা। যার আসল নাম অনামিকা। গতকালের পর্বেই দেখা গিয়েছে মিতুলের সামনে নিজের মুখেই সত্যিটা স্বীকার করে নিয়েছে সে। কিন্তু সত্যি জেনেও কিছু করতে পারছে না মিতুল।

এরইমধ্যে এসে গিয়েছে খেলনাবাড়ির মহাশিবরাত্রি স্পেশাল নতুন প্রোমো। এই প্রোমোতে দেখা যাচ্ছে সাপের কামড়, মাটি চাপা পড়ার পর এবার মিতুল এবার আগুনের মধ্যে আটকে পড়েছে। নকল অন্তরার পর্দা ফাঁস করার আগেই রনো আর নকল অন্তরা মিতুলকে একটা ঘরে আটকে আগুন লাগিয়ে দিয়েছে। তখন মিতুল তাঁর ভোলেবাবাকে স্মরণ করতে শুরু করে।

জি বাংলা,Zee Bnagla,খেলনা বাড়ি,Khelna Bari,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিতুল,Mitul,ইন্দ্র,Indra,নকল অন্তরা,Fake Antara,আসল অন্তরা,Real Antara,প্রোমো,New Promo,মহাশিবরাত্রি,Mahashivaratri

 

এরইমধ্যে দেখা যায় একজন মহিলা এসে দরজা খুলে মিতুলকে মৃত্যুর মুখ থেকে বাঁচায়। আর সেই মহিলা আর কেউ নয় ইন্দ্রর প্রথম স্ত্রী অর্থাৎ আসল অন্তরা। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে দর্শকদের প্রশ্ন ‘এই মিতুল প্রতি সপ্তাহে একবার করে মরতে বসে। আর একটা জিনিস আমি বুঝি না। ভিলেনটা অন্য কাউকে মারার সময় টুক করে আড়াল থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়।

কিন্তু মিতুলকে মারার জন্য সবসময় এত স্পেশাল কঠিন পদ্ধতি অবলম্বন করে কেনো অত সোজা পদ্ধতি থাকতে?একবার আগুন লাগাচ্ছে, একবার সাপকে দিয়ে কাটাচ্ছে, একবার জ্যান্ত চিতায় তুলছে। কেনো বাপু! বাকিদের মতো মিতুলকেও তো টুক করে গুলি করে দিলেই হয়। নাকি নায়িকা বলে স্পেশাল খাতির’?