• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দুপুর ঠাকুরপো’ হয়ে বৌদিদের সাথে লীলাখেলা! খেলনা বাড়ির রণোকে নিয়ে চলছে চরম খিল্লী

Published on:

Khelna Bari serial Rano trolled as Dupur Thakurpo

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই ধারাবাহিকে নায়ক নায়িকা ইন্দ্র (Indra) মিতুল (Mitul) অল্পদিনেই দর্শকমন্ডলী বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তবে নায়ক নায়িকা ছাড়াও এই ধারাবাহিকের বেশ জনপ্রিয়তা পেয়েছে একাধিক খলনায়ক খলনায়িকারা। ধারাবাহিকের এমনই এক জনপ্রিয় খলনায়ক হলেন ইন্দ্রর  সৎ ভাই রণো।

ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন শুরু থেকেই এই রণো ইন্দ্রর ক্ষতি করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। এমনকি  ইন্দ্রর ওপরে পুরোপুরি নিয়ন্ত্রণ রাখার জন্য ধারাবাহিকের শুরুতে দেখা গিয়েছিল প্রথমে সিমির সাথে ইন্দ্রর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল রণো এবং তার মা। কিন্তু তারই মাঝে দেখা যায় হঠাৎ করেই ইন্দ্র সাথে বিয়ে হয়ে যায় মিতুলের। কিন্তু তারপরেও একের পর এক ইন্দ্র মিতুল এবং গুগলির  ক্ষতিকরার চেষ্টা করে যায় রণো।

Khelna bari new promo comes out

কিন্তু লাভের লাভ হয়না কোন কিছুতেই। শেষমেশ দেখা যায় বাড়ির সকলের চোখে ভালো সাজতে পরিস্থিতির চাপে অবশেষে হতে পারতো বৌদি সিমিকেই বিয়ে করে ফেলে রণো।  এরপরেই ধারাবাহিকের এন্ট্রি হয় আরেক খলনায়িকা অনুরাধার।  তারও  জীবনের একমাত্র লক্ষ্য ইন্দ্রজিৎ লাহিড়ীকেই  বিয়ে করা। কিন্তু মিতলের বুদ্ধির সামনে বারবার হার হয় অনুরাধার। এই অনুরাধার প্রতিও একটা ভালো রকমের আগ্রহ দেখা যায় রণোর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খেলনা বাড়ি,Khelna Bari,ইন্দ্র,Indra,মিতুল,Mitul,রণো,Rano,সিমি,Simi,অনুরাধা,Anuradha,অন্তরা,Antara

পরবর্তীতে এই অনুরাধাও রণোর সাথে হাত মিলিয়ে ইন্দ্র মিতুলের চরম ক্ষতি করে।  কিন্তু লাভ হয় না কোন কিছুতেই। এরপরেই দেখা যায় ধারাবাহিকের এন্ট্রি হয়েছে ইন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী অন্তরার। ইতিমধ্যেই গতকালের পর্বে দেখা গিয়েছে এই অন্তরা আসলে রণো আর অনুরাধার ঠিক করা নকল অন্তরা। তবে ধারাবাহিকের শুরু থেকেই এইভাবে হবু কিংবা হতে পারতো বৌদিদের সাথে রণোর ঘনিষ্ঠতা দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল হাসাহাসি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খেলনা বাড়ি,Khelna Bari,ইন্দ্র,Indra,মিতুল,Mitul,রণো,Rano,সিমি,Simi,অনুরাধা,Anuradha,অন্তরা,Antara

সম্প্রতি এমনই একজন দর্শক রণোর সাথে সিমি,অনুরাধা এবং অন্তরার ছবি দিয়ে  রণোকে ‘দুপুর ঠাকুরপো’র সাথে তুলনা করে একটি পোস্টে লিখেছেন ‘দুপুর ঠাকুরপো (হতে চাওয়া), এই এক বান্দা যে কিনা বড় ভাইয়ের জীবনের হতে চাওয়া বউদের সাথে লীলাখেলা মত্ত হয়। প্রথমে সিমি। হওয়ার কথা ছিলো ইন্দ্রর হয়ে গেলো ছোটো ভাইয়ের বউ। এরপর আসলো অনুরাধা সেখানেও হতে চাওয়া ইন্দ্রের গফ এসে ঢ*লাঢলি করছে ছোট ভাইয়ের সাথে।এই সূত্র ধরে তবে কি নেক্সট অন্তরার পালা? জানতে হলে দেখুন “রণোর লীলাখেলা”। প্রতিদিন ৬.৩০টায় জি বাংলায়’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥