সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই পছন্দের সিরিয়াল ছাড়া এক মুহুর্ত চলে না সিরিয়ালের পোকা দর্শকদেরও। প্রসঙ্গত বাংলা সিরিয়ালের প্রতি দর্শকদের আগ্রহ কিন্তু আজকের নয়। তবে এখন সময়ের সাথে সাথেই বদলেছে দর্শকদের সিরিয়াল দেখার রুচি। তাই এখন দর্শকদের বদলে যাওয়া রুচির কথা মাথায় রেখেই সিরিয়ালের বিষয়বস্তুতে এসেছে নতুনত্ব।
সেইসাথে দর্শকদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে এখন সারা সপ্তাহ জুড়ে থাকে একের পর এক সিরিয়ালের দাপট। আর একথা সবাই একবাক্যে স্বীকার করবেন আজকের দিনে সব সিরিয়ালেই শেষ কথা বলে টি আর পি। তাই টি আর পি তে এগিয়ে থাকতে বিনোদনমূলক চ্যানেল গুলির মধ্যেও চলতে থাকা কড়া টক্কর।

এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। তাই টি আর পি তে এগিয়ে থাকতে বিনোদনমূলক চ্যানেলগুলিও আনছে নিত্যনতুন সব সিরিয়াল। তেমনই কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) । কৃষ্ণনগরের মেয়ে মিতুলের পুতুল তৈরির জীবিকা নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল।

প্লট অনুযায়ী দেখা যাচ্ছে সিরিয়ালের নায়িকা মিতুল (Mitul) অত্যন্ত গরিব। পুতুল তৈরি করেই পেটের ভাত জোটে তার। অন্যদিকে সিরিয়ালের নায়ক ইন্দ্রজিৎ (Indrajit) বড়লোক বাড়ির বদমেজাজি স্বভাবের। যার ফলে সিরিয়ালের শুরুতেই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি এই সিরিয়াল।

সদ্য প্রকাশ্যে আসা সিরিয়ালের নতুন প্রমোতে (New Promo) দেখা যাচ্ছে বিয়ের মন্ডপে মিতুল আর ইন্দ্রজিৎ বিয়েতে (Marriage) সাতপাক ঘুরছে। এমন সময় ইন্দ্রজিৎ ছুটে ছুটে এসে জানায় কিডন্যাপ (Kidnap) হয়েছে গুগলি। ইন্দ্র তখনই বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসতে চাইলে মিতুল জানায় সেও যাবে তার সাথে। তবে এই সিরিয়ালের গল্প কিন্তু শুরু থেকেই দর্শকদের মনে কোনো ছাপ ফেলতে পারছে না। নতুন প্রমো সামনে আসতেই এই সিরিয়ালের প্রতি দর্শকদের বিরক্তি স্পষ্ট চোখে পড়ছে। কেউ এই সিরিয়ালকে বলেছেন ‘পাগলের মেলা’ তো কেউ এই সিরিয়ালকে ‘ফালতু’ বলে অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেনা।














